সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।
ব্রেকিং নিউস ! স্বৈরাচারী হাসিনার নতুন ফোন কল ফাঁস হইছে।যারা এখনো শুনেন নাই তাদের জন্য লিংক দিয়ে দিচ্ছি শুনেন ,কসম খোদার বেপক বিনোদন পাবেন।আওয়ামীলীগ এর কেন্দ্রীয় অফিসে টোকাইরা হাগু করে এটা শুনার পর আপা যে রিএকশন দিলো , আমি নিশ্চত আপা যতো দিন বাইচা আছে ভুলেও ওই অফিসে পা ফেলবে না। আমি রাজনীতিবিদ হলে একটা ইভেন্ট আয়োজন করতাম কালকে প্রথম পঞ্চাশ জন টোকাই যারা আওয়ামীলীগ এর অফিসে হাগু করবে তাদের সবাইকে মোবাইল ৫০০ টাকা করে বিকাশ করা হবে। ভালো সাড়া পেলে এমন ইভেন্ট প্রতি জেলায় আয়োজন করা যেতে পারে। অবশ্য আমি বললে কাজ হবে না এটা পিনাকীরে দিয়া ঘোষণা দেওয়াইতে হবে। কেউ পিনাকীর ফ্রেন্ড লিস্টে থাকলে আমার ম্যাসেজ পৌঁছায় দিয়েন। এখন তো ট্রাম্প চলে আসছে ভারত শীঘ্রই উনাকে হেলিকপ্টারে এনে টুপ করে আওয়ামীলীগের পার্টি অফিসে ফেলে দিবে তখন কি অবস্থা হবে একেবারে ডাইরেক্ট টোকাইদের হাগুর উপর প্যারাসুট নিয়া ল্যান্ড করবে । অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেও সেই একই রকম গর্তে পড়তে হয় এটাই জগৎ সংসারের নিয়ম। ভাতের হোটেলের হারুন আর বিপ্লব কে দিয়া বি এন পি অফিস দুই দিন পর পর সিলগালা করতো এখন আওয়ামীলীগ অফিস এর কি অবস্থা দেখেন। উনি আর কিছু পারুক আর না পারুক কুটনামি ,গুটিবাজি খুব ভালো পারে। কুটনামি গুটিবাজির উপর কোনো পি এইচ ডি হয় না হইলে উনার নাম ঢুকানোর ব্যবস্থা করেন। ট্রাম্প কি এতো বোকা এই রেকর্ড গুলা কেমনে বাইর হইতাছে সেটা কি উনি এখনো বুঝে নাই ? অতি চালকের গলায় দড়ি
বাংলাদেশের ইতিহাসে "জয় বাংলা" শ্লোগান শুধুমাত্র একটি বাক্য নয়; এটি একটি জাতির আবেগ, চেতনা এবং ঐতিহ্যের প্রতীক। মুক্তিযুদ্ধের সময় এই শ্লোগান ছিল বাঙালি জাতির মুক্তির প্রেরণা। এটি ছিল বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন
জীবনে কিছু সময়, কিছু দিনের কথা আমৃত্যু মনে থাকে তেমন বেশ কয়েকটি দিন তারিখ আমার জীবনেও খোদাই হয়ে আছে....মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের ১ম সাব-সেক্টর হেড কোয়ার্টারে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল... ...বাকিটুকু পড়ুন
আমি সাধারণত ব্লগে ফেবু পোষ্ট আনিনা, কপি পেষ্টও করিনা, আজকে করলাম কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আলাপ। নিচের বিষয়টা কপি পেষ্ট করলাম ফেবু থেকে। আপনাদের কী মত জানাতে পারেন
উন্নয়নের জন্য রাষ্ট্রকে কিছু স্বাধীনতা ত্যাগ করতে হবে কথাটি বলেছিলেন অত্যাধুনিক সিংগাপুরের উন্নয়নের কারিগর লি কুয়ান। ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হওয়ার পর ১৯৫৯ সালে স্বায়ত্তশাসিত সিঙ্গাপুরের প্রধান মন্ত্রি হন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন তানভির জুমার, ১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৩০
১) সরকারী কোন অফিসে নূন্যতম কোন লুটপাট বন্ধ হয়েছে? ২) জায়গায় চাঁদাবাজী বন্ধ হয়েছে? ৩) আওয়ামী ফ্যাসিস্টদের নুন্যতম কোন বিচার তারা করতে পেরেছে? বা তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পেরেছে? ৪। আইন শৃঙ্খলা... ...বাকিটুকু পড়ুন