এছাড়াও আছে সামিনা চৌধুরীর নির্বাচনে দাঁড়ানো, পার্থ বড়ুয়ার হিট হওয়া, দাবার গ্র্যাণ্ড মাস্টার নিয়াজ মোর্শেদের প্রেম, দাবা নিয়ে রাজনীতি, চিত্রলেখা গুহের প্রেম ও বিশ্ববিদ্যালয় জীবন, ফকির শাহাব উদ্দীনের একদিকে দেশের প্রতি ভালোবাসা, অন্যদিকে তাঁর নারীপ্রীতির গল্প রয়েছে পাতায় পাতায়। রবি চৌধুরীর টিভিতে গান করা, নায়িকা পূর্ণিমার প্রিয় জায়গা, সংবাদ উপস্থাপক নবনীতার প্রেম-সংসার, দূরবীণ ব্যাণ্ড নিয়ে শহীদের স্বপ্ন, ওয়েস্টার্ন পোশাকের প্রতি মিলার ভালোবাসা, লাক্স তারকা মেহজাবীনের স্কুল ব্যাগসহ নানান কথকতার মিশেলে আরো কত লেখা ।
বইটির ভূমিকায় রম্য লেখক ও কাটুর্নিস্ট আহসান হাবীব বলেছেন, ‘শান্তনু চৌধুরী শুধু সেলিব্রেটিদের নিয়ে কাজ করে কেনো এটাও একটা রহস্য। তবে আমার ধারনা ও নিজেও একদিন সেলিব্রেটি হয়ে উঠবে দেখে ওর এই ‘সেলিব্রেটি প্রকল্প’। অমর একুশে বইমেলায় বইটি পাওয়া যাবে উন্মাদ স্টলে। দাম ১২০ টাকা।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




