প্রত্যন্ত গ্রাম-গঞ্জে যাত্রাপালা হোক কিংবা বিনোদনমূলক আসর হোক এটির খুব প্রচলন আছে । কি কারণে প্রচলন আছে তা হলো নিম্ন আয়ের মানুষগুলোর মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য । নর্তকী‚ বেশ্যা শুধু গ্রামভেদে-শহরভেদেই তৈরি হয়না রাষ্ট্রভেদেও হয় ।
নর্তকী নাচানো‚ স্বল্প অর্থ খরচে দেহভোগ‚ মদ্যপান এগুলো করার উদ্দেশ্য হলো তাঁর বাস্তবিক চিন্তাধারাকে ঘুরিয়ে দেওয়া । যুগ যুগ ধরে এই বেশ্যানীতি চলে আসছে মানুষের মননকে ঘুরিয়ে দেবার জন্য ।
হাটের মধ্যে নর্তকী নাচানোর কারণ হলো ক্রেতাদের মনোযোগ আকর্ষণ । যেন বাজারের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি তাঁর ভাবনাকে দূরে ঠেলে দেয় । নূন‚ তেল কিনতে যেন ভুলে যায়‚ যেন পাশের বাড়ি থেকে এনে সে রাতে রান্না হয় ।
নর্তকীর চাহিদা গ্রামে থাকলেও শহরে আছে নায়িকাদের চাহিদা । চামড়া আর গঠন দেখে চাহিদা
। নর্তকীকে নাচায় আর মানুষকে বিপথে নিয়ে যায় । এটি একটি অধিক গ্রহণযোগ্য সুক্ষ্ম সুকৌশল ।
মিডিয়ার প্রসারতায় এটি আরও সহজ হয়েছে । হাতের নাগালেই নর্তকীর নাচ চলে আসছে । আমোদ-ফূর্তির খোরাক সহজেই মিটছে । কি সুচতুর একটা ধারণার বীজ মানুষের মগজকে লকড করে দেয় ভাবা-ই যায়না...মানুষকে হতবুদ্ধি করার কত কৌশল । অথচ মানুষরা জাগ্রত থাকলে পৃথিবীতে ঘটে যেত আরও কত বড় বড় বিপ্লব...
সাব্বির আহমেদ সাকিল
১২ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ২০ রবিউল আওয়াল ১৪৪৩ হিজরী | ২৮ অক্টোবর ২০২১ ইং | সোমবার | রাত্রি ০৯ টা ০২ মিনিট | ময়মনসিংহ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




