
সুক্ষ্মভাবে কোনোকিছুকে পুশ করে দেয়া হলে তাঁর ফলাফল আস্তে আস্তে মানুষের মধ্যে বিস্তার লাভ করে । ক্যান্সার কোষের মতো । ক্যান্সার একদিনে তৈরি হয়না, এক কোষ থেকে আরেক কোষে রূপান্তর ঘটায়; আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ে ।
মানুষের দুঃখ, দূর্দশা, হতাশা, অভাবগুলোও এভাবেই ছড়িয়ে পড়ে । তবুও মানুষ কিছু করেনা, করতে পারেনা । বাজারের দ্রব্যমূল্য থেকে শুরু করে বিদ্যুৎ, গ্যাস, বাড়ি নির্মাণের ম্যাটারিয়াল । হোটেলের পুরি-সিঙ্গারা থেকে শুরু করে বিলাসবহুল জিনিসপত্রগুলোও । একটার প্রভাব আরেকটার সাথে সংযুক্ত ।
বাংলাদেশে সবকিছুর ৪০% মূল্যবৃদ্ধি পেয়েছে বর্তমান সরকারের আমলে । তবুও মানুষ কিনছে, খাচ্ছে । কিন্তু এত বাড়তি দাম তবুও মানুষ নিশ্চুপ কেন! এই যে তরুণ, যুবক সমাজের কথা বলি, সমাজ-রাষ্ট্রব্যবস্থা বদলের কথা বলি কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে কেন নিশ্চুপ থাকতে দেখা যায়!
সবই নিছক আধুনিকতার প্রভাব । এই আধুনিকতার ফল । মানুষের আত্না, সত্ত্বাকে কিভাবে নিষ্ক্রিয় করা হয়েছে এই আধুনিকতার নামে । যদিও এটি দাজ্জালের কাজ । ইলুমিনাতি, ফ্রিমেসনরা এর পিছনে কলকাঠি নাড়িয়েছে । এবং তাঁরা সফলকামও হয়েছে ।
স্বাধীনতার পরের নাটক, সিনেমাগুলো পর্যালোচনা করলে দেখা যায় সেখানে উঠে এসেছে মানুষের অভাব, দুঃখ, দূর্দশা, গ্রামীণ সাদামাটা জীবন । মানুষ এই নাটক, সিনেমাগুলো গ্রহণও করেছে পজিটিভলি । মানুষের জীবনের সাথে সাদৃশ্য খুঁজে পেয়েছে ।
কিন্তু বর্তমানে এরকম কোনো নাটক, সিনেমা বানানো হয়না । কারণ মানুষ এই আধুনিকায়নের ফলে গ্রহণ করছে ভাঁড়ামো, মিথ্যাকে । মানুষের বর্তমান চাহিদার সাথে তাল মিলিয়ে নির্মাতারা সেভাবেই তৈরি করছে প্লট । যেখানে আপনার জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ তেমন কোনো ঘটনা নেই ।
দাজ্জালের এটা একটা বড় সফলতা যে বর্তমান আধুনিকতাকে কাজে লাগিয়ে মানুষকে এভাবেই কন্ট্রোল করতে পেরেছে । মিডিয়া, ডিরেক্টর, চলচ্চিত্র, সংস্কৃতিকে এত সহজেই হাত করতে পেরেছে ।
এসবকে একীভূত করে ফায়দা লুটছে । কি সুন্দর ম্যাজিক । মানুষের ক্ষোভ, বিদ্রোহকে কিভাবে অতি সহজেই কন্ট্রোল করতে পারছে...
সাব্বির আহমেদ সাকিল
০৭ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ | শনিবার | ২১ জুন ২০২২ ইং
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২২ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



