কড়াই - ওই ডিম , তুই এমুন দূরে দূরে থাহিস কেন রে ? তোর বাপ মা তোরে আদব লেহাজ কিছু শিহায় নাই !নাহি নতুন নতুন দাম বাড়নে ভাব বাড়ছে !
ডিম- শিহাইবো না কেন ! শিহাইছে !বেশি কতা কইবা না কইলাম ।
কড়াই- ছাই শিহাইছে ! হেই সক্কাল ব্যালা আইলি । একটা সালাম আদাব ও দ্যাস না ! কাহিনী কি ! তারপর এহন বেলা বাজতেছে ১২ টা । জিগাইসও না ,কেমুন আছি ! বেয়াদ্দপ পোলা !
ডিম - খালা , মুখ সামলায় কতা কইও ! এমনিতেই মেজাজ খারাপ ! তারমধ্যে তুমি আর ফাউ প্যাঁচাল পাইড়ো না কইলাম !
কড়াই - ওই বান্দর !খালা কস কারে ! ওই পোলা , চোখের মাথা খাইছস নাহি !আমারে কি দ্যাখতে খালা লাগে ! ফাজিল পোলা ! আমারে আফু ডাকবি ! নাম ধইরাও ডাকতে পারোস !বয়সে আমি তোর সমানই হবো ।
ডিম - দেহো খালা , চেতাইও না কইলাম !মেজাজ বিলা হইতেছে কিন্তু !
কড়াই - এত্তুটুকুন পোলা ! তোর মেজাজ এমুন গরম থাহে কেন রে? কারো লগে ভালুবাসা হইছিলো নাহি ! হের লাইগা পরান দাপায় !!
ডিম - ধুর ! তুমি যে কি কও ! :#>
কড়াই-ক্যান ! দুষের কি ! প্রেরেম ভালুবাসার কি আর বয়স আছে রে ! আমি যেই দুকানে ছিলাম ,সেইহানে এক লাল রঙের বালতি আছিলো ! কি তাঁর চিহারা ! এক্কেরে নায়ক ছাকিব পান ! :#> আমিও কি কম আছিলাম রে ! আমার সেই চিহারা দেইখা বিপু অবিশ্বাস ও হিংসা করতো !
হায় ! কি দিন আছিলো রে ! এহন সেই রূপ ও নাই , সেই যৌবনও নাই !
ডিম- হ , ঠিক কইছো খালা ! আমিও সেই সক্কাল থেইকা শুনতেছি ওই ঘর থেইকা হিন্দি কথার আউয়াজ আইতেছে ! কি কয় সব ! ম্যায় তুমচে পেয়ার করতা হু ! আরে বান্দরের দল , সোজা বাংলায় কবি , আমি তুমারে ভালুবাসি ! এইডার চেইয়ে সুন্দর কতা আছে নাহি !
কড়াই- ওই ডিম ! হাছা ক তো ! এতো কতা থাকতে তোর কানে হুদু প্রেরেমের কতা আইলো কেন? কার প্রেরেমে মজলি রে ! হেই ডিমের নাম ক দেহি !
ডিম- তুমি যে কি না খালা ! খালি সরম দাও ! আমি কি বড় হইছি নাহি ? বড় হইলে তো পেরেম করতাম । :#> আমাগো ফার্মে একখান মুরগী ছিলো ! কি যে সুন্দর রে খালা ! বিপু অবিশ্বাস হ্যার কাছে কিচ্ছু না ! তারে আমার ঝিম এর মতো লাগতো !
কড়াই- কস্কি মমিন !ঝিম আবার কুন নায়িকা ? নতুন নাহি !
ডিম- হুম। মডেল আছিলো আগে । এহন হিট নায়িকা ! তার পাশে মনে করো ছাকিব পান যায় না ! মনন্ত সলিল যাইতে পারে ।
কড়াই -উকে , কিন্তু হুদু ডেটিং কেন ! পেরেম কইরা হ্যারপর বিয়া কইরা ফেলবি !তোগো ঘর ভইরা বাচ্চা হইবো ! আমারে নানি নানি ডাকবো !
ডিম- খালা ! তুমি জানি কেমুন ! খালি সরম দাও !অইডা কি মুখে কওন যায় !
কড়াই - ওরে ! ভাইগ্না দেখি সরমে লাল হইছে ! তর লজ্জা দেইখা আমার পুরান কতা মনের ভিতর চাগান দিয়া উঠলো রে !
ডিম- কওনা না খালা ! কি হইলো তুমার সেই বালতির ! সে কি তুমারে পছন্দ করে নাই?
কড়াই- থাবড়া দিমু কইলাম ! পছন্দ না করনের কি !
ডিম- তাইলে ?
কড়াই- হ্যায় তো আমার দিকে টেরায় টেরায় চায় । আমি দেহি আর সরম পাই ! এক রাইতে হইলো কি , বালতি সাহেব এক্কেরে নায়কের লাহান সাহস দেখাইয়া কাইত হইয়া পড়লো আমার গায়
ডিম-তারপর কি হইলো?
কড়াই - আরে ছেমড়া ! সবুর কর ! একটু নাইন আপ এ চুমুক দিয়া নেই। গলাডা হুকায় গেছে গা ! তারপর সারারাইত কত্ত কতা রে ! আমারে নিয়ে সে একখান গান ও বানছিলো ! ও কড়াই , ও কড়াই তুমি কুথায় ?তুমি ছাড়া পরান ফাইট্টা বদনা হইতে চায় !
ডিম- ওই খালা , কাইন্দ না তো ! আমি কান্দন দ্যাখতে পারি না। চোখ থুক্কু খোসা জ্বালা করে !
কড়াই - কি আর হইবো । কপালে কি সুখ আছে রে মনা ! সক্কাল বেলা রাগছাগলের লাহান চিহারার কর্মচারীডা আইসা হেরে আমার কইলজার থন টান দিয়া সরায় নিলো !
ডিম- তারপর ? খালা , হ্যায় আছে কেমুন ? তোমার সাথে যোগাযোগ হইছে আর ? কোন খোঁজ পাইছো ?
কড়াই - হ , পাইছি । এই বাড়ির সাহেব হেই দুকান থেইকা একটা মগ কিনা আনছিলো । হ্যার কাছে খবর পাইলাম, শয়তান বালতি আমারে ভুইলা পোড়ারমুখী খুন্তির পেরেমে পড়ছে ! খুন্তিরে দ্যাখলে ভাইগ্না তোর বমি আইবো !
ডিম- আহারে খালা ! তুমার কাহিনী দেহি ছিঃনেমারেও হার মানায় গো!থাক বাদ দেও তো । তুমি এহনও কত্ত জোয়ান ! দেইখো তুমার লগে পিঁয়াজের মতো একজন নায়কের ভালুবাসা হইবো !
কড়াই- এত্ত বড় কথা কইলি তুই ! আর আমি তোরে আনাফ সানাফ কত্ত কিছু কইছি ! তুই অনেক বড় ভালু রে বাপধন ! আয় আমার বুকে আয় ! আল্লাহ তোরে বাঁচাইয়া রাখুক ! তুই আগে ফুইট্টা বাচ্চা হ , তারপর একটা হুন্দর মোরগ হ । আমি খাস দিলে তোর লাইগা দুয়া করি রে বাজান !
( এর মধ্যে রান্নাঘরে বুয়ার আগমন । সে বেগম সাহেবার জন্য ডিম পোঁচ করতে আসছে । কড়াইতে তেল গরম দিয়ে সে ডিমে হাত দিতেই ডিম কেঁদে উঠলো । )
ডিম-খালা গো , আমারে বাঁচাউ । আমি বাঁচপার চাই । সক্কাল বেলা ওই পাজি বুয়া আমার বইন রে ভাইজা হ্যালাইছে ! কতো খাওন লাগে বিবি সাহেবের ! মুটকি জানি কুন খানকার !হারাদিন হিন্দি নাটক দেহে আর বইসা বইসা খায় ! খালা , আমি তুমার পায়ে দরি গো ! আমারে বাঁচাউ ।
কড়াই- তুই ভাপিস না ভাইগ্না । আমার জীবন তো গেছেই জ্বইলা ! আমি তোর এই কচি ডাবের লাহান মুখের কান্দন দেখতে পারুম না । আমার জান থাকতে আমি তোরে মরতে দিমু না ! ইয়া আলি !
( বুয়া কাছে আসতেই কড়াই কাত হয়ে গরম তেল ঢেলে দিলো বুয়ার পায়ে )
বুয়া- ওরে মারে ! আমি পুইড়া মরলাম গো ! কে আমারে অবিশাপ দিলো রে ! আমার এত্ত হুন্দর পা খান পুইড়া গেলো রে !
কড়াই- ওরে ! আমি হাসতে হাসতে শ্যাষ ! ওই বদ বুয়া , এক্ষুণ তুমার হিন্দি আহে না ? ব্যাক্কল মানুষ ! বিপদে পড়লে বাপের নাম মনে পড়ে! শালার বাঙালি জাইত ! আসল চিনো না ! কান্দ বেশি কইরা হিন্দিতে কান্দ ! দেহি কিডা তোমারে বাঁচায় !
ডিম- খালা , তুমি আমার নানীর পেটের খালার লাহান কাম করলা ! তুমার এই ঋণ আমি ক্যামনে শোধ করুম ! আইজ থেইকা তুমারে আনটি ডাকুম ! তুমি এত ইচমারট !!
কড়াই - না রে বাজান ! খালাই ডাহিস ! তোর ডাক শুনলে পরানডা কুয়ার পানির লাহান ঠাণ্ডা ঠাণ্ডা লাগে !
{ বুয়া অসুস্থ । বিবি সাহেব হোটেল থেকে খাবার কিনে আনে ! ডিম স্বপ্ন দেখে সে মোরগ হয়েছে !
এসব ভাবতে ভাবতে ডিম ঘুমিয়ে পড়ে । :-<
১৭০৭১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




