![]()
আমার উঠোনে পায়ের আওয়াজ শুনি
একটা অবাধ্য পুরুষালী সুগন্ধ ফিসফিস করে ওঠে
জোনাকিরা ঠিক তখনি চমকে তাকায়
চাঁদ লুকোয় লজ্জায়
আমি কান পাতি জোছনায়
নিঃশ্বাসের শব্দটা খুব চেনা মনে হয়
ঠিক যেন আমার শ্বাস
যে শ্বাস তুমি নিয়েছিলে
কে আসছে আমার দরজায় ?
তুমি !
কতো বছর পরে এলে জানো ?
লক্ষ্য কোটি বছর আমি শ্বাস নেই না
কি করে যে বেঁচে আছি এটা হতে পারে বিজ্ঞানীর নতুন গবেষণা
আমি খুব একটা ভাবতে পারি না
শুধু দরজা খুলে দেই , জানালা মেলে ধরি
সুগন্ধের পথ ধরে একবার যদি ফিরে আসো
আমি শ্বাস নেবো সুগন্ধে
আমি স্বপ্ন দেখবো ওই চোখে
আমি হেঁটে যাবো ওই পায়ের ছাপে
এসো । ভালোবাসায় এসো , মায়ায় এসো
এসো সব ভুলে , এসো সব শুদ্ধে
তুমি এলেই পৃথিবী হাসবে
জলচোখে হেসে উঠবো আমিও ।
এসো তুমি আমার মনের জানালায় , আমার উঠোনে
ক্লান্ত শয্যায় । এসো । এসো । এসো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


