সেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলছিলেন, তিনি যখন প্রথম রাবিতে শিক্ষক হিসেবে যোগ দেন, একদিন দেখেন এবনে গোলাম সামাদ স্যার হেটে যাচ্ছেন, তখন উনার সাথের অপর একজন বলে উঠল, ঐ দেখেন জ্ঞানের জাহাজ যাচ্ছেন। বিষয়টা তখন নব্য জয়েন করা শিক্ষক মাহাফুজুর রহমানের কাছে ভালো লাগেনি, তিনি ভেবেছিলেন, জ্ঞানের জাহাজ কথার দ্বারা এবনে গোলাম সামাদকে হেয় করা হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন এবনে গোলাম সামাদ সম্পর্কে জানতে পারলেন, তখন তাঁর ভুল ভাংলো, কারণ এবনে গোলাম সামাদ প্রকৃতপক্ষেই ছিলেন একজন পণ্ডিত এবং জ্ঞানী ব্যক্তি। বিভিন্ন বিষয়ে তাঁর ছিল অগাধ পড়াশোনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেকেই তাঁকে সম্মান করে জ্ঞানের জাহাজ বলে ডাকতো।
আমি তাঁর লেখা যতটুকু পড়েছি, তাতে বলতে পারি উনি একজন মাস্টরিড লেখক। তাঁর লেখা, "আমার স্বদেশ ভাবনা" "আত্মপরিচয়ের সন্ধানে" "বায়ান্ন থেকে একাত্তর " বইগুলো সকলের জন্য অবশ্য পাঠ্য। নিজেদের বড় করতে গিয়ে আমরা যা চেপে গিয়েছি, উনি নির্মোহভাবে সেসব কথা বলে বলে গেছেন।
ছবিঃ এবনে গোলাম সামাদ
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪০