
সাহসের রাজটীকা ললাটলেখন যার
রাজপথে দেখো সেই সাহসী তরুণ
সাম্য শান্তি আর সত্য ন্যায়ের তরে
ছিনিয়ে আনবে যেন নূতন অরুণ।
বুক ভরা বল তার স্বপ্ন দু’চোখে জ্বলে
হৃদয়ে দৃপ্ত ওড়ে বিজয় নিশান
বীরের কলিজা যেন তপ্ত রক্তে তার
প্রলয়নৃত্য নাচে চণ্ডী—ঈশাণ!
সেই খুন জমিনেতে ঢেলে দিয়ে কলিজার
হৃদয় তরুয়া গাহে দ্রোহের স্লোগান
ঝাঁঝরা বুকের থেকে, নিথর শরীর থেকে
তাই শোনা যায় তার দৃঢ় আহ্বান—
বুক—সিনা পেতে দিয়ে ঘাতকের সম্মুখে
সত্যের সম্মানে সাহসে দাঁড়াও
যে কাঁপনে কেঁপে ওঠে হিটলার—নমরুদ
সে সাহসে নাড়া দাও তখতে—ফারাও।
লেখক: নওয়াব আবদুর রহিম
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



