
অধিকার চেয়ে রাস্তায় নামলেই কেন সন্ত্রাসী ট্যাগ লাগিয়ে পাখির মতো গুলি করে মানুষ মারা হয়? যাদের ছবি দিলাম, এরা কি সন্ত্রাসী? কী অপরাধ ছিল দুই বোনের আদরের ছোট ভাই টোনার? কী অপরাধ ছিল ফায়াজের? কী অপরাধ ছিল ছোট্ট শিশুটির? এখানে ক্লিক করে শহীদের তালিকা সম্বলিত ওয়েবসাইটের দেখুন। এরা প্রত্যেকেই দেশের সাধারণ নাগরিক, শিক্ষার্থী। এরা রাষ্ট্রের সবচেয়ে মুল্যবান সম্পদ। একবছর সময় এবং কয়েক কোটি টাকা দিয়েই মেট্রো স্টেশন আগের রূপে ফেরত পাওয়া যাবে। কিন্তু কতো কোটি টাকা আর কতো সময় ব্যায় করলে রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান এই সম্পদ ফিরে পাওয়ার যাবে? আচ্ছা, যারা বুলেট দিয়ে রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ চিরতরে নিঃশেষ করে দিলো, মায়ের বুক খালি করলো, শিশু সন্তানকে এতিম করলো, বোনকে ভাই হারা করলো, সেই দুকষ্কৃতকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে? যারা খুঁজে খুঁজে নিরীহ নিরস্ত্র জনতার বুকে গুলি চালালো, সেই দুকষ্কৃতকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে? নিরস্ত্র বিক্ষোভকারীর উপরে কোন মতেই গুলি চজলানোর নিয়ম নেই। এমনকি বিক্ষোভকারী যদি অস্ত্রধারীও হয় সেক্ষেত্রে একান্ত বাধ্য হয়ে তাকে নিবৃত্ত করার জন্য তার পায়ে শুট করা যেতে পারে। যদি কোন অস্ত্রধারী পুলিশকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়, কেবলমাত্র তখনই আত্মরক্ষার তার বুকে গুলি চালানো যেতে পারে। ছবিতে যাদের দেখছেন, এরা তো সাধারণ শিক্ষার্থী। এরা তো অস্ত্রধারী নয়। কেন এদের বুকে গুলি চালানো হলো? ভিডিওতে দেখা যাচ্ছে বিল্ডিংয়ের কার্নিশ আশ্রয় নিয়েছে, সেখানে গিয়ে পুলিশ গুলি করছে। বেলকনিতে দাঁড়িয়ে এক মহিলা ভিডিও করতেছিল, তাকে লক্ষ্য করে গুলি করছে। গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, হুট করে এক পুলিশ এসে সেই অবস্থাতেই আরো কয়েক রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করছে। এমন বহু ভিডিও সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে নিরপরাধ নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যার করা হয়েছে এর কোন বিচার কি হবে? যারা আওয়ামী দালাল রাজাকার আছেন, তারা কি যুক্তি দেবেন এর?

ছোট্ট শিশুটি এতীম হয়ে গেল!







[img|https://s3.amazonaws.com/somewherein/pictures/Saddam217/Saddam217-1722230204-df62d2f_xlarge.jpg











সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



