১.
মরণ যেন হয় আনন্দ আর মিলনের উৎসব
মৃত্যুর কথা মনে হলে নিজের অবচেতনে ভেসে উঠে
চলে যেতে হবে সব ছেড়ে একা অজানার দিকে ছুটে।
এই বিচ্ছেদে কী কোন আনন্দ আছে! শূন্যতা চতুর্দিক,
কোন হিসেব মিলেনা এখানে, বুঝতেও পারিনা ঠিক।
আমার ভাবনায় কোন নতুনত্ব নেই মরণ হবে হোক
সমাপ্তির রেখা টেনে দিতে চাইনা বন্ধ করে দু’ চোখ।
আমার আগেও অনেক যাত্রী ছিল আমার হলো শুরু
সংখ্যা বাড়বো এ পথের যাত্রীরাই আসল সংখ্যাগুরু।
কোন অজানা পথের যাত্রী হইনি সবই জেনেছে মন
তবু না বলা কথার গাঁথুনিতে প্রকাশ শেষ বিজ্ঞাপন।
অনেক বিস্ময় থাকুক অপেক্ষায় আমি হবোনা ভীত
যথা নিয়মে সেখানেও আমার আবাস পূর্ব নির্ধারিত।
যেখানে হবে আমার চির বসবাস সেটাই আমার সব
আমার মরণ যেন হয় আনন্দ আর মিলনের উৎসব।
০৭ মে ২০২০
২.
আমার মৃত্যুর একমাত্র দায়ী আমার অভিমান
মৃত্যু মানে কেউ নেই একাকী শব্দহীন পরিবেশ
মৃত্যু মানে একদিন সময় করে হঠাৎ নিরুদ্দেশ।
মৃত্যু মানে অজানায় বিশ্বাস অদৃশ্য সত্ত্বার টান
মৃত্যু মানে শৃঙ্খল ভাঙ্গা এই জীবনের পরিত্রাণ।
মৃত্যু মানে নিজের কাছে নিজেকেই বুঝে নেয়া
মৃত্যু মানে হারিয়ে যাওয়া বিস্মৃত নদীর খেয়া।
মৃত্যু মানে আর কিছু নয়; তোমার সাথে দেখা
মৃত্যু মানে সকাল বিকাল- কেবল ভাগ্য লেখা।
মৃত্যু মানে হঠাৎ অজানা পথে ঝটিকা অভিযান
মৃত্যু মানে তার সাথে আমার একরাশ অভিমান।
মৃত্যুর সাথে কখনো আমার এই জীবনের বাঁকে,
যদি দেখা হয়ে যায় অনঢ় সামনে দাঁড়িয়ে থাকে।
জীবন নামের ছোট গল্প- শেষ হয়েও হবেনা শেষ,
পাল্টে দেবে সব কবিতা, গল্প, অভিনয়, ছদ্মবেশ।
আমার গন্তব্য খুব বেশি দূরে নয়, হেটে একটানা
পথের প্রন্তে পৌঁছে শেষ সময়ে কীভাবে বলি, না।
আমার আবেগ আনন্দে উচ্ছ্বল এত বেপারোয়া মন
মৃত্যুর সাথে মিলে যাবে বলে প্রতীক্ষায় সারাক্ষণ।
পরমাত্মার টানে সব ভুলে গিয়ে আমি হই পরিযায়ী
আমার মৃত্যূতে আর কেউ নয় অভিমান হবে দায়ী।
২৭ মে ২০২০
৩.
খোদা তুমি আমার আশার শেষপ্রান্ত
কেউ যদি তোমাকে ডাকে কোন আলোচনায় প্রশংসায়
আমি আলোকিত হই ভেতরে বাহিরে রংধনু ছেয়ে যায়।
বহু বিশেষণ আর গুণের প্রকাশ তোমার সবগুলো নাম
তোমার পরিচয় স্মরণে অনুভবে প্রচারিত হয় অবিরাম।
আনন্দে ভেসে যাওয়া উচ্ছ্বাস বয়ে চলে আমার ভেতরে
তবুও প্রকাশ হয় অন্দরে বন্দরে যতই চেপে রাখি ধরে।
তোমার সাথে এত কথা জমা তবুও মনে মনে চুপ থাকি
অকারণ ভেবে ভেবে হাজার অভিমান করে যাই একাকী।
তোমাকে ভেবে বিশ্বাসে কাজে আমার সবকিছু অগত্যা
তোমার সাথে মিলনের আকাঙ্খায় জেগে উঠে এই স্বত্ত্বা।
বিরহ শূন্যতা দেখে আশাহত মনে তোমাকেই খুঁজে ফিরি
তোমার পথে পাই অনেক স্বস্তি, সুখ আর প্রশান্তির সিড়ি।
ভাবুক মনে কত প্রশ্ন চির জাগরুক তোমার স্বরূপ সন্ধানে
অসীমের প্রেমের কত আকর্ষণ, যার হয় কেবল সে জানে।
তোমার দয়ার আশীষ প্রার্থনা করি মুক্ত করো সব আবরণ
চিরঞ্জীব তুমি হে আমার স্রষ্টা ক্ষমাশীল মহান অসাধারণ।
যতই ভুলে যাই তোমার মহিমা, সংকটে যত হই উদভ্রান্ত
অনেক হিসেব শেষে দেখি তুমি আমার আশার শেষ প্রান্ত।
৪ জুন ২০২০
কিউং হি বিশ্ববিদ্যালয়
দক্ষিণ কোরিয়া।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫১