একটা কবিতা লিখবো বলে
একটা কবিতা লিখবো বলে
কলম থেকে খাপটা খুলে নিয়েছি
মেলে ধরেছি কবিতার খাতাটা
কিন্তু আমি কার জন্য কবিতা লিখবো?
আমি কি কবিতা লিখবো
আমার ফেলে আসা দূরন্ত শৈশব-কৈশোর
আর প্রিয় সব বন্ধুদের কথা ভেবে।
আমি কার জন্য কবিতা লিখবো?
আমি কি কবিতা লিখবো
আমার আষ্টে পৃষ্টে জড়িয়ে থাকা
আমার চলার সাথীকে ভেবে
যে কাছে থেকেও দূরে।
আমি কার জন্য কবিতা লিখবো?
আমি কি কবিতা লিখবো
আমার সেই মানুষটির জন্য
যার কথা ভাবতেই এখনও চোখের কোণে জল জমে ওঠে
যে দূরে থেকেও আছে সবচেয়ে কাছে।
আমি কার জন্য কবিতা লিখবো?
আমি কি কবিতা লিখবো
আমার জন্য
হ্যা, শুধুই আমার জন্য।
সজীব
২৭.০২.২০১১
http://www.sajib1510.webs.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




