জানালার শিক ধরে দাঁড়িয়ে থাকি।
নিস্পলক চোখ দুটো পোঁছে যায় ঐ রাস্তার শেস সীমানায়।
পথের ধুলো গুলো আমার চোখ এড়িয়ে যায় না।
কত মানুষ যায় আসে, অধীর চোখ দুটো তোমাকে খুজতে থাকে।
অপেক্ষার পালা আর শেষ হতে চায় না, ধৈর্যর বাধ ভেগ্নে আস্তে চায়, অজান্তেই চোখে জল আসে।
পাখি গুলো ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে নিরে ফিরে আসে।
আমার ক্লান্তি যেন কোথায় যেন ঘাপটি মারে।
আমি দাঁড়িয়েই থাকি, দিনের আলো নিবে আসে।
তুমি আসবে বলে কত রাত নির্ঘুম কাটিয়েছি আমি, তুমি কি জান?
দরজায় টোকা পড়লেই ভেতরতা ধর ফর করে ওঠে, দৌড়ে গিয়ে দরজা খুলে আশাহত হতে হয়।
আমি আর সইতে পারি না, শত শত প্রস্ন আমায় জ্বালাতন করে।
পর ক্ষণেই সান্তনা দেই এই বলে তুমি ভালো আছ।
তুমি জান তুমি এসে দেখবে বলে আজো আমি কপালে রঙ্গিন টিপ পরি, আমার হাতে রেশ্মি চুড়ি শোভা পায়, আয়শা তা ছুল গুলো বেধে রঙ্গিন ফিতা এতে দেয়।
তুমি আস না, কেন আস না?
একটি বার আসো, এসে দেখে জাও তোমার মানুষটি ভালো নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




