হে মহান আত্মা!
তুমি এসেছ দুনিয়ার সফরে, তোমার কীসের ভয়?
হে মহান আত্মা!
তোমার লাগিয়া হয়েছে সৃষ্টি জান্নাত-জাহান্নাম;
তুমি হলে সৃষ্টির সেরা, তোমার নাম ইনসান।
জন্ম আছে মৃত্যু আছে তোমার বিনাশ নাই,
ভালো-মন্দের বিবেক আছে, আর কি কিছু চাই?
দুঃখ-কষ্ট, রাগ অভিমান, না-পাওয়ার সব আশা!
তারচে বড়, অনেক বড় খোদার ভালোবাসা।
আর কি লাগে? কী এমন সব দুনিয়ার আয়োজন?
খোদার প্রেমে পড়লে বলো- দুনিয়ার কি প্রয়োজন।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




