আমি দেখি রাজতন্ত্রের পতাকা নামছে,
আবার উঠছে একনায়কতন্ত্রের পতাকা।
শুধু মুখোশ বদলায়, কিন্তু মুখ বদলায় না।
তবুও আমাকে বলা হয়— এটাই গণতন্ত্র।
আমার চোখে কি মায়া জমেছে,
নাকি কানে ঢুকে গেছে মিথ্যার সুর?
আমি দেখি শুষ্ক হাতের আধিপত্য,
যেখানে বন্ধুত্ব মানে কেবল স্বার্থের শলাকা।
তবুও আমাকে বোঝানো হয়—
বন্ধুত্ব মানেই নির্মলতা।
আমার চোখ কি ভুল দেখছে,
নাকি কানে ঢুকছে ভুল ব্যাখ্যা?
আমি দেখি স্বাধীনতার নামে নতুন শেকল,
অধিকার শব্দের আড়ালে অগণিত শূন্যতা।
তবুও আমাকে বলা হয়—
এই তো মুক্তি, এই তো সমানাধিকার।
আমি কি অন্ধ?
নাকি আমার শ্রবণশক্তিই ভ্রান্ত?
আমি দেখি সত্যের গায়ে ছায়া,
মিথ্যার গায়ে আলো।
তবুও মানুষ হাততালি দেয় আলোকে—
যেন আলোকিত মিথ্যাই সত্য।
আমার দেখা কি ভ্রান্ত,
নাকি শোনা সবই প্রতারণা
অপসৃয়া
সালাউদ্দিন শাহরিয়া
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


