আপনি মারা যাবেন, হয়তো বার্ধক্যের শয্যায়,
ক্লান্ত হাড়ে জমে থাকা গল্পগুলো নিভে যাবে নিঃশব্দ আয়োজনে।
নতুবা হঠাৎ কোনো দুর্ঘটনায়,
অসম্পূর্ণ স্বপ্নগুলো বুকের ভেতর তীব্র আকাঙ্ক্ষায় ছটফট করবে শেষবার।
আপনি মারা যাবেন, হয়তো কোনো বিদ্রোহের মিছিলে,
বুকচেরা স্লোগানে আগুনের মতো জ্বলে উঠবে শহীদের তামান্না।
অথবা আচমকা অসুখে,
ভালো কোনও ঔষধের অভাবে,
সময় সেখানে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আপনি ফিরবেন না আর যৌবন হোক কিংবা বৃদ্ধ হওয়ার ভার।
আপনি মারা যাবেন, ঠিকই মারা যাবেন,
নিঃসঙ্গ সকাল, কিংবা কাঁপা-হাওয়া সন্ধ্যার কোলে।
হয়তো কাউকে এতিম করে যাবেন,
হয়তো কোনো বুকভরা আশাকে রক্তে ভিজিয়ে রেখে যাবেন পেছনে।
কারণ আপনাকে মরতেই হবে
এই জীবনের আদালত পেরিয়ে
শেষ বিচারের চূড়ান্ত দরবারে
হাজির হতেই হবে আপনাকে একদিন।
সেখানে কেউ এড়াতে পারবে না!
না আপনি, না আমিও।

সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


