ভাড়া বাড়ানোর কারনে ক্ষুব্ধ দেশের জনসাধারণ; যাত্রীদের অনেকেই মাথা খারাপের মতন আচরন করতেছেন, কেউ বলতেছেন ভাড়া এখনো বাড়ানোর ঘোষনা হয় নাই তুমি মূর্খ হেল্পার এখনি বেশি ভাড়া আদায় করতেছো ক্যানো তোমারে চড় লাত্থি মারতে মন চাইতেছে গাঁধা।
হেল্পার নাছোড় বান্দা সে খবর দেখাতে প্রস্তুত, বেভুলো যাত্রীরা সেই খবর দেখবে না বেশি ভাড়া ও দেবে না; খবর যদি দেখতেই হয় তবে তাদের মতে তা হেল্পার এবং ড্রাইভারেরই দেখা উচিত দেখে সকলের উদ্দেশ্যে জানানো উচিৎ; যে ভাড়া বাড়ানো হয়নাই আসলে, তারা মিথ্যা সংবাদ ছড়িয়ে বাস যাত্রীদের সাময়িক অসুবিধায় ফেলার জন্য ক্ষমা প্রার্থী; এই আকাঙ্ক্ষা নিরানব্বই শতাংশ যাত্রীরা অন্তরে ধারন করে ভাড়া বের করছেন না, এক মেয়ে যাত্রী ভাড়া না দিয়ে নেমেই গেলেন, তাকে যেনো আর কখনো রাইদাতে তোলা না হয় সেই ঘোষনা দিলেন হেল্পার, প্রতিবাদে হেল্পারের বিরুদ্ধে আরেক তরুনী মাঠে নামলেন, পুরুষ যাত্রীরা চুপ, ট্র্যাক ভিন্ন ভিন্ন দিকে দ্রুত প্রবাহিত হতে থাকায় আমার মতন বোকারা বাকী এক শতাংশের ভেতর অবস্থান ও ভাড়া প্রদান করায় সকলে ক্ষুব্ধ হলেন, বললেন আপনাদের কি ভাড়ার সাথে সাথে বেতন ও বাড়াইছে আগ বাড়াইয়া বেশি ভাড়া প্রদান করিলেন ক্যানো আপনাদের জেল হওয়া উচিৎ। গত দুইদিন পরিবহনহীন সড়কে সীমাহীন ভোগান্তির পর আজ সকালের বেশির ভাগ পাবলিক বাসের দৃশ্যপট ছিল এইরকম।
ছবি: বড় ভাইয়ের তোলা
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:১৯