বিশাল পুকুর পাড়ে সবুজের ছোঁয়া যেন হাতে আঁকা ছবি, শান্ত চলনবিলের তীরে উত্তাল বাতাস,বর্ষার মৌসুমে বিল ভরে ওঠা
জল আর আকাশের মাঝে তফাৎ করা মুশকিল হয়ে পড়ে। নৌকা চলে ধীর ভঙ্গিতে,
পাড়ের গাছেরা যেন নিজেকে সবুজে ভাসিয়ে দেয়, সন্ধ্যেবেলা ঢেউয়ের গায়ে লাল সূর্য ডুবে যেতে চায়, চারপাশে ছড়িয়ে পড়ে সোনালি আভা, সবুজ জলজ আগাছা আর দিগন্তরেখা ছুঁয়ে ফেরা বকের দল চলনবিলকে করে তোলে স্বপ্ন দৃশ্যের মত। গ্রামের প্রকৃতির সৌন্দর্য আসলেই আলাদা যেখানে জল, মাটি, মানুষ আর জীবন মিশে থাকে একসাথে। দুই একটা বাদে বাকী ছবিগুলো তুলেছি মোবাইল দিয়ে শশুর বাড়িতে

১)
২)
৩)
৪)
৫)
৬)
৭)
৮)
১০)
১১)
১২)
১৩)
১৪)
১৫)
১৬)
১৭)
১৮)
১৯)
২০)
২১)
২২)
২৩)
২৪)
২৫)
২৬)
২৭)
২৮)
২৯)
৩০)
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩৩