মানুষ কখনো কখনো অন্যদের পোষ্টে মন্তব্যের আড়ালে তুচ্ছতা লুকিয়ে রাখে। সেই তুচ্ছতা পড়তে হয়তো এক মুহূর্ত লাগে, কিন্তু তার দাগ মনের ভেতর দীর্ঘস্থায়ী হয়।মন্তব্য শুন্য পোস্টও একধরনের আশীর্বাদ। সেখানে কেউ আমাকে ছোট করে যায় না, কেউ আমার অনুভূতিকে খাটো করে না। নীরবতা কখনো আঘাত দেয় না, বরং তা একধরনের প্রশান্তি এনে দেয়। আমি আমার লেখা কিংবা ভাবনাকে মন্তব্যবিহীন অবস্থাতেও ভালোবাসি, কারণ সেটি তখন পুরোপুরি আমার নিজের আবেগ।
কেউ যখন মন্তব্য করে অপমান করে বা ছোট করে দেয়, তখন সেই শব্দগুলো অনেক সময় লেখা বা ছবির সৌন্দর্য ম্লান করে দেয়। আমার পোষ্টে মন্তব্য না থাকলেও অন্তত আমি জানি, সেখানে কোনো তির্যক দৃষ্টি নেই, নেই বিদ্রূপ, নেই অহেতুক তুচ্ছতাচ্ছিল্য।
নিরবতা একধরনের আশ্রয়ও বটে। যখন পোস্টে কেউ কিছু বলে না, তখন আমার লেখা বা ছবি কেবল আমার নিজের। এই নিরব উপস্থিতি আমার কাছে শান্তির মতো, যা আমাকে মনে করিয়ে দেয় প্রকাশ করার আনন্দই আসল, মানুষের প্রশংসা বা সমালোচনা নয়।
আমি বিশ্বাস করি, কাউকে ছোট করে কিছু বলার থেকে চুপ থাকা অনেক সুন্দর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



