ফাঁসিটা তুমি পেয়ে গেছো রাক্ষস শুনছো ?
এখন আর কেউ আটকাতে পারবেনা !
বেঁচে থাকার আশা এই বার
তুমি ভেস্তে দিতে পারো
সবাইকে বলে দাও বেঁচে তুমি থাকছো না !
ফাঁসিটা তুমি পেয়ে গেছো সাকা সত্যি !
আর মাত্র কয়েকটি দিন ব্যাস ,
স্টার্টিংয়েই ওরা ঝুলায় দেবে
তিন মিনিট পরে কনফার্ম
চুপ করে কেন খোদার খাঁসি কিছু বলছো না ?
এটা কি 19711216
সমকামী সাকা তুমি পারছো কি শুনতে ??
৪৪ বছর চেষ্টা করে এইবার
তোমাকে পেয়েছি,
দেবো না কিছুতেই আর বাঁচতে !
হ্যালো 199711216 .
দিন না ডেকে সাকাকে একটিবার !
মিটারে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে ,
জরুরি খুব জরুরি দরকার !
স্বপ্ন এবার হয়ে যাবে সাকা সত্যি !
এতোদিন ধরে এতো অপেক্ষা
সোনা আর চোদনা খিস্তি গুলো শেষবার তুমি বল,
মনে রেখ ওগুলো আর থাকছেনা ,
স্বর্গ থেকে নতুন চন্দ্র দেখছে
৪৪ বছরের আত্মদহন তার
রাক্ষসের কল্লা জল্লাদের দরবারে ঝুলছে
এটা দেখার রুদ্ধশ্বাস কতো প্রতীক্ষা !
আর কিছুদিন তারপর সাকা মুক্তি !
কবরের সাড়ে তিন হাত মাটির নিচে ঘর ,
আলাপি গোলাপী আর ছাগু ভরা এই শহরে ,
তোমার আর আন্দালিবের লাল নীল সংসার !!
চুপ করে কেন একি সাকা তুমি কাঁদছো ?
ফাঁসিটা তুমি পেয়ে যাবে সত্যি
পাপ করে এর সাজা বাপও এড়াতে পারেনা
সাকা তুমি বুঝতে পারছো কি?
কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে ,
সাকা ... তুমি শুনতে পাচ্ছো কি ?
হ্যালো ................ ধুর ছাই হ্যালো !
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



