মরার জন্য এসেছি, ভাষণ দিতে নয়।'
* ফরাসি অভিজাত ব্যক্তি ভাক ডি ওরসিয়েমকে মৃতু্যদণ্ড কার্যকরের আগে প্রথানুসারে জুতা খুলতে বলা হলে তিনি বলেছিলেন, আমার প্রাণহীন দেহ থেকে এগুলো সহজেই খুলতে পারবে। শিগ্গির কাজ সারো।
* রুশ বিপবী মিশেল বেস্তুজেভ রাইসনকে ঝোলানো হয় ফাঁসিকাষ্ঠে। হঠাৎ দড়ি ছিঁড়ে পড়ে যান তিনি। হতাশার সুর বেজে ওঠে তাঁর কণ্ঠে, 'আমার জীবন মানেই ব্যর্থতা। এমনকী জীবনের শেষ প্রান্তেও আমার সঙ্গী ওই ব্যর্থতা।'
* 1826 সালে ফাঁসি হয় রুশ বিপবী কাউন্ট প্যাসটেলের। ফাঁসির প্রথম চেষ্টা ব্যর্থ হয় তাঁর েেত্রও। বিরক্তির সাথে তিনি বলেছিলেন, 'হায়রে কপাল! কেমন করে ফাঁসি দিতে হয় তা-ও জানে না এরা'।
আরও কিছু মজার তথ্য
* জাভ দ্বীপে কুইন জেনবন নামক স্থানে গড়ে 322 দিনই বজ্রপাত ঘটে।
* মিনাড়ি সানগার নামে একটি ঝরনার পানি রক্তের মত লাল, রেখে দিলে জমাট বাঁধে।
* আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে নয়জনই কোন কলেজে অধ্যয়ন করেননি। তাঁরা হলেন_ (1) জর্জ ওয়াশিংটন (2) এন্ড্র জ্যাকসন (3) মার্টিন ভ্যানবারেন (4) জ্যাকারি টেইলর (5) মিলার্ড ফিলমোর (6) আব্রাহাম লিংকন (7) অ্যান্ড্রু জনসন (8) গ্রাভার বিভল্যান্ড ও (9) হ্যারি এস।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




