আকর্ষণীয় হয়ে ওঠা
আমেরিকাকে টপকে বিনিয়োগের ৰেত্রে আকর্ষণীয় হয়ে উঠেছে ইনডিয়া।
কেয়ারনি এফডিআই অবস্থা সূচক
2004 2005
1. চায়না 1. চায়না
2. আমেরিকা 2. ইনডিয়া
3. ইনডিয়া 3. আমেরিকা
মান বৃদ্ধি
তথ্যপ্রযুক্তি থেকে শুরম্ন করে অর্থনীতি এবং সম্পদ ও উন্নয়ন পেশায় নিয়োজিত রয়েছে ইনডিয়ার 25% কর্মী। কিন্তু এরাই জিডিপির প্রায় অর্ধেকের যোগনাদাতা।
ব্যবসা ও সেবা রফতানি
2004 24.9 বিলিয়ন আমেরিকান ডলার
2005 51.3 বিলিয়ন আমেরিকান ডলার
সম্পদের সঞ্চারণ
টেলিযোগাযোগ খাতেই নজরটা পড়েছে বেশি। তবে ইনডিয়ার অর্থনীতির অন্য ৰেত্রগুলোও পিছিয়ে নেই।
বৃদ্ধির শতকরা হার, 2004-2005
কৃষি 11%
শিল্পোৎপাদন 9
সব শিল্পকারখানা 8
বিদু্যৎ 7
মোট জিডিপি 7
চলতি বাণিজ্য চুক্তি
* বিএমডাবলিউ তাদের 3-সিরিজ ও 5-সিরিজের গাড়ি তৈরি করতে চেন্নাইয়ের অ্যাসেম্বলি পস্ন্যান্টে বিনিয়োগ করছে 23 মিলিয়ন আমেরিকান ডলার।
* সিসকো পরিকল্পনা করছে আগামী 3 বছরে 1.1 মিলিয়ন আমেরিকান ডলার বিনিয়োগের। কম্পানিটির ব্যাঙ্গালোরের অফিসটি ইতিমধ্যে প্রধান সম্পদ ও উন্নয়ন ৰেত্রে পরিণত হয়েছে।
* নোকিয়া পণ্য সুবিধা সম্প্রসারণে বিনিয়োগ করছে 100-150মিলিয়ন আমেরিকান ডলার।
স্থানীয় নায়কেরা
বিদেশি বিনিয়োগই একমাত্র চালিকাশক্তি নয়। ইনফোসি ও ইউপ্রোর মতো স্বদেশি প্রযুক্তি বিষয়ক কম্পানি এবং টাটার মতো শিল্প প্রতিষ্ঠান বিশ্বের উলেস্নখযোগ্য কম্পানিগুলোর সঙ্গে এক কাতারেই রয়েছে। বিশ্বও এটা টের পাচ্ছে : বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স সূচককে তাতিয়ে রাখতে গত ছয় মাসে 1.5 বিলিয়ন আমেরিকান ডলার বিনিয়োগ করেছে জাপানিজরা।
শতকরা (%) হিসেবে গত 5 বছরের পরিবর্তন : সেনসেক্স +148%, ডাও +6
বেশির ভাগ ইনডিয়ান দরিদ্র হলেও এর বাজারে ক্রেতা রয়েছে তিনশ মিলিয়ন। আমেরিকাতেও ঠিক এই পরিমাণ ক্রেতাই রয়েছে। এই ক্রেতারাই ইনডিয়ার দীর্ঘদিনের প্রথাগত রৰণশীল সমাজে বিপস্নব এনে দিতে সহায়তা করছে।
... কিভাবে বদলাচ্ছে ইনডিয়া
প্রৌঢ়দের চেয়ে তরম্নণদের আয় বেশি। ফলে যৌনতা বিষয়ে প্রথাগত নিয়মগুলো মানতে তারা ইচ্ছুক নয়। অনেক নারীই অবিবাহিত থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। বলিউডের চলচ্চিত্র, টিভি ও ম্যাগাজিনগুলো হয়ে উঠছে আরো উত্তেজক আর সবাই ছুটছে কেনাকাটায়।
শপিং মল বাড়ছে
শপিং মলের সংখ্যা হু হু করে বাড়ছে।
2001 3
2005 100
2007 345*
*সম্ভাব্য
- জন স্পার্কস
স্বাধীন জীবন
ঘরে ও পরিবারে নারীর ভূমিকা সম্পর্কে প্রথাগত ধারণাগুলো ভেঙে পড়ছে।
* পেশা : কল সেন্টারগুলোতে রাতে এক সঙ্গে কাজ করছে তরম্নণ-তরম্নণীরা। এতে প্রচলিত ট্যাবুগুলো চ্যালেঞ্জের মুখে পড়ছে। আমেরিকান ক্রেতাদের সামলাতে আমেরিকান ভঙ্গিতেই কাজ করছে কর্মীরা।
* রোমান্স : ইনডিয়ার সমাজের কোনো কোনো ৰেত্রে বিয়েপূর্ব যৌনতার নিষেধ ভেঙে যাচ্ছে। অসন্তুষ্ট গৃহবধূরা হয় পেশাগত সাহায্য খুজছেন নতুবা প্রেমে জড়িয়ে যাচ্ছেন।
দর্শকেরা দেখছে
চলচ্চিত্র ও টিভি দর্শকের সংখ্যা ইনডিয়ায় সবচেয়ে বেশি। এই সংখ্যা ক্রমাগত বাড়ছে।
প্রচার মাধ্যমের বৃদ্ধি*
ব্যয় পোশাকে ও মনোহরণে
শপিং মলের বিসত্দারের সঙ্গে সঙ্গে খুচরা বিক্রি বছরে 28% হারে বাড়ছে। নিচের ৰেত্রগুলোতে খরচে বেশি আগ্রহী ইনডিয়ানরা :
* বিলাসব্যসন : 14 বিলিয়ন আমেরিকান ডলারের বিলাস দ্রব্যের বাজার প্রলুব্ধ করছে ওমেগা, রোলেক্স, ট্যাগ হিউয়ার ও কার্টিয়ারের মতো কম্পানিগুলোকে। আরো বড় ব্র্যান্ডের পণ্য কিনতে খরচে দ্বিধা নেই বলে সাম্প্রতিক এক জরিপে জানান 43% ইনডিয়ান।
* ফোন : ইনডিয়ায় মোবাইল ফোন গ্রাহক আছে 80 মিলিয়ন। প্রতি মাসে এর সঙ্গে যুক্ত হয় আরো 2.5 মিলিয়ন গ্রাহক। ফোন এখানে আভিজাত্যের প্রতীক।
* ভ্রমণ : 2003 সালের তুলনায় ইনডিয়ান বিমান ভ্রমণকারীর সংখ্যা বেড়েছে 125%। ট্রাভেল এজেন্টরা ইউরোপে ছুটি পালনে উদ্বুদ্ধ করছে মধ্যবিত্তদের। মধ্যবিত্তরা সেই ভ্রমণের ব্যয় পরিশোধ করছে কিসত্দিতে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




