বিশ্ব বাণিজ্য সংস্থা তার সুদূরপ্রসারী লৰ্যসমূহ অর্জনে দীর্ঘদিন থেকেই সংশিস্নষ্ট দেশগুলোর সাথে আলাপ-আলোচনা করে আসছে। এ বৈঠক ছিল তারই ধারাবাহিকতা। এতে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান প্যাসক্যাল লেমি, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সেলসো এমোরিন এবং ধনী দেশগুলোর শীর্ষ বাণিজ্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ বৈঠকে মৌখিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি বহিভর্ুত প্রায় 50টি কর্মকা-ের প্রতিবাদ জানানোর কারণে পরবতর্ীতে আমেরিকার বাণিজ্যিক প্রতিনিধি রব পোর্টম্যান ও ইউরোপীয় ইউনিয়নের ট্রেড কমিশনার পিটার ম্যানডেলসনসহ চার কর্মকর্তা আলাদা দ্বিপাৰিক বৈঠক এবং পরে নৈশভোজ আলোচনায় মিলিত হন।
বৈঠকে যোগ দেয়ার আগেই বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান প্যাসক্যাল লেমি বলেন, কোটি কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রম্নতি পূরণ করতে হলে ধনী এবং উন্নয়নশীল উভয় দেশগুলোকেই মুক্ত বাণিজ্যের জন্য কষ্টকর ছাড় দিতে হবে। এ লৰ্যে একটা সমন্বিত চুক্তির খসড়া তৈরির জন্য আর মাত্র একমাস সময় আছে উলেস্নখ করে সাও পাওলোর বাণিজ্য নেতাদের উদ্দেশে মি. লেমি বলেন, 'নষ্ট করার মতো সময় নেই আমাদের। কৃষিৰেত্রের শুল্ক, শিল্পশুল্ক এবং কৃষিৰেত্রে অভ্যনত্দরীণ ভতর্ুকি_ এ তিনটি ইসু্যর প্রত্যেকটি নিয়ে আলোচনা এগিয়ে নিতে হবে।'
প্যাসক্যাল লেমি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে কৃষি শুল্ক কমাতে হবে, আমেরিকাকে কৃষকদের অভ্যনত্দীণ সহযোগিতা বন্ধ করতে হবে এবং জি-20 বস্নকভুক্ত উন্নয়নশীল দেশগুলোকে শিল্প পণ্যের জন্য তাদের বাজার উন্মুক্ত করে দিতে হবে।
ইনডিয়া এবং দৰিণ আফ্রিকাসহ জি-20 বস্নকভুক্ত উন্নয়নশীল দেশগুলোর সমর্থন নিয়ে ব্রাজিল এ বৈঠকে কৃষকদের সুবিধার্থে ইইউ'র বাণিজ্য প্রতিরৰা ব্যবস্থা প্রথমে তুলে নেয়ার ওপর জোর দেয়। এর জবাবে আমেরিকার বাণিজ্যিক প্রতিনিধি রব পোর্টম্যানের বক্তব্যের সাথে সুর মিলিয়ে ইউরোপীয় ইউনিয়নের ট্রেড কমিশনার পিটার ম্যানডেলসন বলেন, এ জন্য উন্নয়নশীল বিশ্বকে অবশ্যই শিল্পজাত পণ্য এবং সেবার জন্য তাদের বাজার ব্যাপকভাবে উন্মুক্ত করে দিতে হবে।
ব্রাজিলিয়ান সংবাদপত্র 'ভালোর ইকোনোমিকো'- কে দেয়া সৰাৎকারে পিটার ম্যানডেলসন বলেন, 30 এপ্রিলের ডেটলাইনের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রম্নতিশীল। কিন্তু আমরা এ জটিল ব্যাপারগুলোতে এতটা নির্মম হতে পারি না। ইইউর বাণিজ্য প্রধান বলেন, ব্রাজিলের শিল্পশুল্ক অর্ধেকে কমিয়ে আনার প্রসত্দাব ইউরোপ এবং আমেরিকা উভয়ের কাছেই অগ্রহণযোগ্য। আর ওয়াশিংটনকেও কৃষিৰেত্রে ভতুর্কি সংক্রানত্দ প্রসত্দাব উন্নয়ন করবে হবে। ম্যানডেলসন আরও বলেন, বিশ্ব অর্থনীতির জন্য বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের জন্য আরও অনেক চ্যালেঞ্জ আছে। আলোচনায় অংশ নেয়া কোন পৰের নির্ধারিত তারিখের প্রতি সম্মান দেখাতে আমাদের লৰ্যগুলো পরিত্যাগ করা উচিত নয়।
রিওডি জেনেরিওতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার দু'দিনের বৈঠকে অংশ নেয়া প্রধান পৰগুলোর কোন বিশেষ অর্জন হয়নি। কারণ এ বৈঠকে ইইউ কৃষি ভতর্ুকি কমানোর ব্যাপারে বরাবরের মতোই নিরাগ্রহ প্রকাশ করে। কিন্তু এ বৈঠকের সকল পৰই বুঝতে পেরেছে যে দোহা বৈঠকের সমঝোতা অনুযায়ী আগামী 30 এপ্রিলের মধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার বিসত্দৃত রূপরেখা অর্জন করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে রিওডি জেনেরিও বৈঠকে অংশ নেয়া এক কর্মকর্তা বলেন, 'এটা কিছুটা হতাশাও ষুষ্টি করেছে। আমরা হংকং-এবৈঠক করলাম, লন্ডনে বৈঠক করলাম, আলস্নাহ জানেন জেনেভায়ও (বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দফতর) আরও কত বৈঠক করতে হবে। এ সব বৈঠকে আমরা বারবার একই কথাবার্তা বলছি।'
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




