তিন বছর পর দৰিণ আফিৃকার সেই খনি থেকেই মুরগীর ডিমের সমান 235 ক্যারট জেমের সন্ধান পেল পুচকে হীরা কোম্পানী নেয়ার ডায়মন্ড লিমিটেড । মাত্র কয়েক সপ্তাহ আগে তারা কাজ শুরু করে এখানে ।
গত শুক্রবার কোম্পানীটি ঘোষণা দেয়, মার্চ মাস থেকে বন্ধ হয়ে যাওয়া শিমিডসড্রিফট খনিতে কাজ শুরু করার পর বুধবার ঐ অমসৃণ মূল্যবান পাথরটি আবিস্কার করে । খনিটি দৰিণ আফ্রিকার ঐতিহাসিক হীরার ঘাটি কিম্বারলি থেকে 50 মাইল উত্তর পশ্চিমে । বড় আকারের জেম পাথরটি অষ্ট কোণাকৃতির ।
এ ধরণের আকৃতির হীরক পাথরের মূল্য নিধর্ারণ করা কঠিন কারণ সাধারণ মূল্য পরিমাপক পদ্ধতি এতে কাজে আসে না , বললেন লন্ডন স্টক এক্সচেঞ্জের একজন মুখপাত্র । পাথরটি পাওয়ার পর লন্ডন স্টক এক্সচেঞ্জের তালিকাভূ্ক্ত লর্নহো আফিৃকা লিমিটেডের শেয়ারের সূচক 7.5 থেকে কয়েক গুণ বেড়ে 28 এ গিয়ে ঠেকেছে । মাত্র কিছুদিন আগেই তারা নেয়ার ডায়মন্ড লিমিটেডের 17 শতাংশ শেয়ার কিনে নেয় ।
তবে নেয়ারের এ হীরক পাথরটি বড় আকারের হীরার তালিকায় কোথায় থাকবে বলা মুশকিল । এই গত জানুয়ারীতেই বিশ্বের বৃহত্তম ডায়মন্ড গ্রুপ ডি বিয়ার দৰিণ আফিৃকার ভেনেটিয়া হীরা খনি থেকে 316.7 ক্যারটের একটি হীরা খূজে পায় । এ পর্যনত্দ বিশ্বের সবচেয়ে বড় আকারের জেম 'কালিনান' আবিস্কারের কৃতিত্ব ডি বিয়ারের দখলে । সেই 1905 সাল থেকে । আর কালিনানের ওজন কত জানেন ? মাত্র 3 হাজার 106 ক্যারট !
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




