সাহসিনী!
তোমাকে সালাম!
শত্রুকে ক্ষমা করার মতো দুর্লভ ওউদার্য়ে
তুমি উদ্ভাসিত হলে আজ, বিশ্বমাঝে। বিশ্ববিবেকের প্রশ্নের কাছে।
ওরা ভয়ে পলায়নপর! ওরা ভাবে প্রতিশোধের কথা,
নিদ্রাহীন ওরা দুঃস্বপ্নে জেগে ওঠে, জেগে ওঠে স্বীয় কুকর্মের স্মৃতি!
তুমি বললে উদাত্ত কণ্ঠে:
উহাদের ভাবি মাছি পীপিলিকা মারিনাকো তাই দয়াকরি!
জনতার আদালতে হয়েছে উত্তম বিচার!
মাত্র চার শতাংশ লোক, পালিত শাগরেদ ছাড়া
প্রত্যাখ্যান করেছে সবাই। এ বিজয় আনন্দের! এ বিজয় মানবতার! বিশ্বমানবতার!
এ বিজয় যুদ্ধাহত মহৎপ্রাণের,
এ বিজয় হাতের মুঠোয় জীবন নিয়ে দেশবাঁচানোর প্রত্যয়ী মানুষের!
সাহসিনী! তোমাকে হাজারও সালাম!
ক্ষমার জন্য! দৃঢ় ঘোষণার জন্য...
সফল হলো তোমার দীর্ঘ কারাবাস!...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




