ভেবে পাচ্ছিলাম না যে রুপা আপুর প্রাণবন্ত হাসিতে দু'দিন আগে ক্যাম্পাস ছিল মুখরিত আজ সে নেই এই ধরাধামে!
ছুটে গেলাম মংলা। গিয়ে ঐ রাতে শুধুমাত্র রুপা আপু এবং কাওসার ভাইয়ের দেহ পেলাম। আজ 3টি বছর পার হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে কাজে মগ্ন কিন্তু ভূলতে পারিনা বন্ধু নিপূনের কথা, রুপা আপুর মত বোনের কথা বা তোহা ভাইয়ের মত বড় ভাইয়ের কথা।
নিপূন, রুপা আপু, তোহা ভাই সহ তোমরা সকলে আমাদের ক্ষমা করো...... আমরা পারিনি তোমাদের প্রতি যথার্থ সম্মান দেখাতে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




