ব্লগার বন্ধুরা,
সা.ই. এ অনেক আগে থেকে আছি, মাঝে অনেকদিন নীরব পাঠক হিসাবে ছিলাম, কারন টা না হয় নাই বা শুনলেন, কিন্তু আর পারলাম না লগ ইন করেই ফেললাম। এতদিন যে লগ ইন করি নি তা নয়, মাঝে মধ্যে ২/১ টা মন্তব্য দিয়েছি।
আসলে আমরা যারা একসাথে লেখালেখি শুরু করেছিলাম তার মধ্যে খুব কমই এখন নিয়মিত,
যেমন -
ভ্রান্তপথিক, আমি, দেশী ক্যাঙ্গারু, আমি ভাদা বলছি, ইচড়েপাঁকা আর ও অনেকে।
ঐ সময়ের মধ্যে দেখছি দূর্ভাষী, চানাচুর এরা এখন ও আছে। আর দূর্ভাষীকে নিয়ে আমি খুব কনফিউজড ছিলাম, ওর লেখায় বা মন্তব্যে খুলনা, খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ও আমাকে টেনে আনতো, তারপর শুরু করলো আমার ছবি দিয়ে পোষ্ট দেয়া, খুঁজতে চেষ্টা করছিলাম ও কে হতে পারে, অবশেষে পেলাম, ও আর আমি একই বিশ্ববিদ্যালয়ের একই বিষয়ে পড়াশুনা করেছি, আর আমাদের কর্মক্ষেত্র ও এখন একই। কাজেই আমার অফিষিয়াল ট্যুরের ছবিগুলি ও খুব সহজে পেয়ে যেত আর তাতেই ওর নিক আমার কাছে পরিস্কার হলো।
এখন থেকে আশা করি ব্লগার বন্ধুরা আমাকে নিয়মিত ব্লগে পাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




