ফেইসবুক ব্যবহার আমাদের মধ্যে এখন ব্যাপক জনপ্রিয়। আমি ও নিয়মিত এটা ব্যবহার করি। ফেইসবুকের মাধ্যমে যেমন যোগাযোগ রক্ষা হচ্ছে তেমনি এটার মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব ও বোঝা যায়। আমার ফেইসবুকে আমার সাথে যারা যুক্ত তাদের আমি কার্যকলাপের বিচারে কয়েকভাগে ভাগ করেছি। দেখুনতো আপনাদের সাথে মিলে যায় কিনা।
সাধারণঃ আমার বেশিরভাগ বন্ধু এই প্রজাতির। তাদের বিশেষ কোন বৈশিষ্ট্য নেই। তারা এটা সাধারণভাবে ব্যবহার করে। নিজেরা যেমন সেভাবে নিজেদের উপস্হাপণ করে।
মডেল-কন্যাঃ এনারা নিজেদের অনেক সুন্দরী ভাবে এবং নিজেদের অনেক সুন্দরভাবে উপস্হাপণ করে। নানা ঢং করে ছবি তোলে আর ফেইসবুকে পোস্ট করে। এরা তাদের বন্ধুদের কাছ থেকে... very sweet..awesome.....gorgeous.......এইধরনের কমেন্ট পেতে পছন্দ করে। এনারা ঘনঘন প্রোফাইল পিকচার পরিবর্তন করে।
প্রেমিক-জুটিঃ এনারা স্বামী-স্ত্রী। নানা ঢংয়ে ছবি তুলেন (কাঁধে মাথা রেখে, কোলে মাথা রেখে, একজন আরেকজনের দিকে তাকিয়ে)। শেক্সপিয়ার বেঁচে থাকলে বোধহয় এনাদের নিয়ে আরেকটা রোমিও-জুলিয়েট রচনা করতেন। এনারা সাধারনত বিবাহ-বার্ষিকী, নিজেদের জন্মদিন, ভালবাসা দিবসে বিশাল আয়তন অ্যালবাম পোস্ট করেন। মাঝে মাঝে ২১ শে ফেব্রুয়ারী সহ নানা জাতীয় দিবসে ও এনারা নিজেদের রোমান্টিক ছবি প্রকাশ করে থাকেন। মাঝে মাঝে স্ট্যাটাস মেসেজের মাধ্যমে এনারা বলতে চান যে তাদের মত কেয়ারিং স্বামী-স্ত্রী এই দুনিয়াতে বিরল।
তরুণী-বান্ধবঃ এনারা প্রেমিক পুরুষ। অবিবাহিত তরুণীদের ছবিতে কমেন্ট করা ফেসবুকে এদের প্রধান কাজ। এনারা উপরিউক্ত মডেল-কন্যাদের ছবিতে ... very sweet..awesome.....gorgeous.......nice...beautiful কমেন্ট করে এবং ছবি like করে তাদের খুশী করার চেষ্টা করেন। বেশীরভাগ ক্ষেত্রে এনারা অবিবাহিত।
ভাবুকঃ এনারা তাদের স্ট্যাটাসে কবিতা, বড় বড় মনীষীদের উক্তি দিয়ে থাকেন।
দুষ্টু-ছেলের দলঃ এরা কয়েকজন বন্ধু সবসময় নিজেদের মধ্যে দুষ্টামি আর খুনসুটিতে ব্যস্ত। মাঝে মাঝে নিজেদের মধ্যে ফাজলামি বিষয়ক অদ্ভুত ছবি প্রকাশ করে থাকে। এনাদের ফাজলামি দেখে অন্যরা মাঝে মাঝে মজা পেয়ে থাকে।
আত্মপ্রচারকঃ এনাদের অভ্যাস অনেকটা রাজনৈতিক নেতাদের মত। সবসময় নিজেদের শ্রেষ্টত্ব জাহির করতে ব্যস্ত। এনাদের বিশাল চামচা-গোষ্ঠী থাকে, যারা এনাদের ছবি লাইক/অভিন্দন জানিয়ে তেল মেরে এনাদের থেকে সুবিধা আদায় করে থাকেন।
বিরক্তিকরঃ এরা নানা অপ্রয়োজনীয় লিঙ্ক/ উদ্ভট ছবিতে অন্য বন্ধুদের ট্যাগ করে বিরক্তির উদ্রেগ করে।
নির্জীবঃ এনারা কোনকালে ফেইসবুকে একাউন্ট খুলেছিলেন। কিন্তু ব্যবহার করেন না। এদের ফেইসবুকে শত খোঁচাইলেও কোন সাড়া পাওয়া যায় না।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১১ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





