কাস্টমার দোকানের লক্ষী..
তাই আজ একটা লক্ষীকে পিঞ্জিরায় আটকাইছি।
কাস্টমারঃ ভাই এটার ব্যাটারী কত?
আমিঃ iPhone 8 plus এর ব্যাটারী ৯০০৳ পড়বে কোন ওয়ারেন্টি নেই।
কাস্টমারঃ ডাকাতি করতে বসছেন মিয়া দেন দেন, মোবাইল দেন।
আমিঃ ভাই কত দিবেন..?
কাস্টমারঃ দেন দেন মোবাইল দেন।ডাকাতের দল(বিড়বিড় করে বলতে বলতে যাচ্ছে)
আমিঃ ও ভাই একটা ব্যাটারী আছে ১৫০৳ (৮ মাসের গ্যারান্টি)
কাস্টমারঃ এখন দিতে পারবেন(ফিরে তাকিয়ে বলল)
আমিঃ একটু সময় লাগবে।
কাস্টমারঃ কতক্ষণ সময় লাগবে..?
আমিঃ বসেন একটু, চেক করে জানাচ্ছি।
কাস্টমারঃ কি দেখলেন ভাই..?
আমিঃ আমাদের স্টক তো শেষ ভাই, তিন সপ্তাহ সময় লাগবে ব্যাটারিটা আসতে।
কাস্টমারঃ তাহলে সেটটা রাখেন।আর এই নেন ১৫০৳ এটাও রাখেন।আমি তিন সপ্তাহ্ পরে আসব।
আমিঃ মনে মনে বলি- লে.... আপাতত তিন সপ্তাহের ধরে লক্ষী আমার দোকানে সার্ভিস দিবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


