আজ কত প্রজাপতি পাখা মিলবে।
ডানা মেলে উড়বে দূর আকাশে।
নীল ভালবাসার স্বপ্ন হাতে নিয়ে,
সকল ভেদাভেদ ভূলে গিয়ে।
আজ প্রজাপতি পাখা মিলবে।
স্বপ্ন ডানায় ঘুরে ফিরে বারে বারে দেখবে প্রিয় চেনা সোনা মুখ খানা
যা দেখে শীতল হবে অশান্ত কাঙ্গাল হৃদয়।
প্রজাপতি করবে আজ হৃদয়ের লেনা দেনা
বুনবে বাবুই পাখির মতো তাল পাতায় বৃষ্টি ভেজা বাতাসে দোলানো ঘরটি।
বছর পেরিয়ে আজ প্রজাপতি রঙিন স্বপ্ন নিয়ে
ফুলে ফুলে ছড়াবে নতুনের শিহরণ।
মুগ্ধ হবে পাগল প্রায় প্রজাপতির ছোয়ায়
যে স্পর্শ অবুঝ হৃদয়কে কাছ থেকে আরো কাছে আনবে।
চোখ বুজে পাশে বসে দেখবে নতুন নতুন স্বপ্ন কুড়ানোর দিনগুলি।
প্রজাপতিরা দেখ আজ আকাশের হীম শীতল ছায়ায় স্বর্ণালী বিকেলে হাসবে,
নিঃশ্বাস নিবে আনন্দে উল্লাসে শেষ বিকালটা ফুরফুরে করে তুলবে।
ভাললাগবে প্রজাপতির গল্প ফুলের শুভেচ্ছা
পাশে বসে আদর করবে।
তখন খেয়ালীপনায় হারাবে অবঞ্চিত অতিথির কিছু মধু ক্ষন।
প্রজাপতি ডেকে বলবে আমি আজ এসেছি
গন্ধ দিতে স্বাদ দিতে আর জীবন বেলার ভাললাগার সময় টুকু
তোমায় দেব তুমি নেবে।
প্রজাপতি আরও বলবে
তুমি আমার গলার মালা হয়ে রবে সারা জীবন
যেখানে থাকি যত দূরে থাকি ভয় নেই আমি তোমার পাশে আছি।
দেখ প্রজাপতি আমাকে সাহস দেবে
বলবে আমি তোমাকে আমার ছোয়ায় তোমার অশান্ত হৃদয় করে দেব শান্ত।
তুমি বিরামহীন ভাবে বলবে কানে কানে
ভাল থেকো ভাল থেকো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




