
যে দিন যায় সে দিন কি একেবারেই যায়
যে দিন যায় সে দিন কি
একেবারেই যায়?
এই যে শীত গিয়ে বর্ষা এলো
শরৎ গিয়ে হেমন্ত ছুলো
ঘাটের নৌকা নগর, বন্দর,শহর ঘুরে ঘাটে এলো
পাড়ার বুড়োটাও মরতে মরতে ফিরে এলো ;
লোকাল ট্রেনের মতো জানুয়ারি গড়িয়ে গড়িয়ে
রক্তাক্ত ফেব্রুয়ারি নিয়ে এলো
সেই যে আসছি বলে গেলে কই আর তো ফিরে এলে না!
রোগে ভোগা রাত্রির মতো
প্রতীক্ষার পালা দীর্ঘ হয় ক্রমশ অথচ সূর্য উঠে না ....
যে দিন যায় সে দিন কি
একেবারেই যায়?
বাবন
৩১.০১.২২
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




