
আলহামদুল্লিলাহ্ মডার্নের ৩য় ডোজ টিকা নিয়ে এলাম । হায়াত, মৌত, রিজিক, দৌলতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা । তিনি যাকে ইচ্ছে সম্মানিত করেন যাকে ইচ্ছে অপমানিত করেন । তিনিই রিজিকদাতা । আমরা শুধু চেষ্টা করতে পারি । তাই চেষ্টা না করলে কিছু হবে না আবার যা হবার সেটা এমনিতেই হবে । যদি উদাহরণ দিয়ে বোঝাতে যাই , তাহলে বলতে হয় , এক সময় আমেরিকায় যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি ( অবশ্যই বৈধ উপায়ে । ) অনেকবার ডিভি লটারি ফিলাপ করেছি । কিন্তু আমার হয়নি কিন্তু এমন ও অনেক লোককে চিনি যারা ঢাকা শহরের মুখ দেখে নাই প্রত্যন্ত গ্রাম থেকে ডিভি আবেদন করে লটারি জিতে আজ আমেরিকার নাগরিক । সবই আসলে ভাগ্য । আমরা আসলে ভাগ্যের সাথে পারি না । সবার উপড়ে তার সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পারা যাবে না । কিন্তু তাই বলে কি হাল ছেড়ে দিবো ? না , হাল ছেড়ে দেওয়া যাবে না । চেষ্টা চালিয়ে যেতে হবে ।
নিরাশ হওয়া মুসলিমদের জন্য নিষেধ , পবিত্র কুরআনে বলা হয়েছে, "যারা বিশ্বাস করেছো শোন , ধৈর্য ও নিষ্ঠার সাথে চেষ্টা করো এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও যারা ধৈর্য ও নিষ্ঠার সাথে চেষ্টা করে আল্লাহ্ অবশ্যই তাদের সাথে আছেন ।"
ব্লগিং ক্যাচাল একটি খুব পুরাতন বিষয় । যারা নিয়মিত ব্লগে লিখেন তারা বিষয়টির সাথে খুব পরিচিত । প্রথম আলো ব্লগ,বিডি নিউজ ব্লগ,সামু'তে এ নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে । যদি ও ক্যাচাল জিনিসটি ভাল না, তবুও অনেক সময় ব্লগের স্বার্থে ক্যাচালকে প্রশ্রয় দেওয়া হয় । হতে, পারে এটা ব্লগকে জনপ্রিয় করার একটা উপায় মাত্র। কিছু ব্লগার আছেন, যাদের দুটি, তিনটি করে নিক থাকে । এক নিকে থেকে পোষ্ট করে অন্যদিক থেকে কাউন্টার এর্টাক করেন । নিজের পক্ষে সাফাই গাইতে থাকেন । যদিও বিষয়টা নেতিবাচক । তবুও তাদের বিরুদ্ধে ব্লগে কর্তৃপক্ষ অনেক সময় কোন ব্যবস্থা গ্রহন করে না ব্লগের স্বার্থে । কারণ যতো ক্যাচাল ততো উত্তেজনা ততো পরিচিত।
অবশ্য ই যারা এসব করে তাদের আছে অঢেল সময় । তাই তারা সময়ের যথেচ্ছা ব্যবহার করতে পারেন ।
পৃথিবীতে যদি ৭শ কোটি মানুষ হয় , তবে ধরে নিতে হবে এই ৭শ কোটি মানুষ ৭শ রকমের । কারো সাথে কারো আচার, আচরণ, মতের মিল নেই । একজন যা পজিটিভ মনে করেন অন্য জনের কাছে তা নেগেটিভ হতেই পারে । তাই মত-বিরোধ হলে উত্তেজনার কিছু নেই । একান্ত পছন্দ না হলে তা এড়িয়ে যাওয়া বা ইগনর করাই শ্রেয় । তবে গঠনমূলক আলোচনা কিন্তু সবাই গ্রহন করেন । এবং সেটা হওয়া উচিত । আমি নিজেও সেটাকে সাধুবাদ জানাই ..
দু'দিন আগে এক ব্লগার ভাই সুন্দর একটি পোষ্ট দিয়েছিলেন,ব্লগে পাণ্ডিত্য নিয়ে । ব্লগ আসলে পাণ্ডিত্য দেখাবার জায়গাও নয় । এখানে যারা নিয়মিত লেখেন তারা নিজেদের ধান ধারনাকে অন্যের সাথে শেয়ার করে সাময়িক রিলিফ অনুভব করেন মাত্র ।
শুভ ব্লগিং ..................
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




