
ঘুম ভাংতেই যদি
আমার কথা মনে আসে
তবে জেনো মেয়ে আমায় ভালবেসেছ,
সারাদিনের কর্মব্যস্ততা যখন
কেড়ে নেয় তোমার সবটুকু অবসর,
তখন যদি আমার কথা মনে আসে
তবে জেনো আমায় ভালবেসেছ,
সারাদিনের ক্লান্তির পর অবসন্নতা যখন
পায়ে পায়ে হেঁটে টেনে
নিয়ে যায় তোমায় নরম বিছানায়
প্রচণ্ড ক্লান্তিতে -
নিদ্রা দেবীর কোলে ডুবে যেতে যেতে
যদি শেষ ম্যাসেজে চোখ বুলাও
কয়েকটি মানবিক শব্দের খোজে ,
অভিমানে অভিমানে যদি ঠোটের ভাজে
বিন্দু বিন্দু রাগ জন্মে ;
যদি এড়িয়ে যেতে ইচ্ছে করে আমায় জন্মের তরে ;
তবে ঈশ্বরের দিব্যি কেটে বলছি মেয়ে -
জেনে রাখো, তুমি আমার প্রেমে পড়েছো ।
প্রচন্ড আক্রোশে মানুষ যখন ৩২ নাম্বারের বাড়ি ভাংছে
আগুন দিচ্ছে, প্রজ্জ্বলিত অগ্মি গর্ভে বসে আমি তখন লিখছি
প্রেমের কবিতা কমরেড সিরাজ সিকদার'কে শোনাবো বলে
ভালবাসারা আসলে এমনি হয় যখন নেয়
তখন সবটুকুই টুকুই কেড়ে নেয়।
০৬.০২.২০২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


