যুদ্ধ করো নিজের সাথে,
যুদ্ধ করো নিজের ভিতরকার অসুরের সাথে,
পরিষ্কার কর মনের ভিতরের যত আবর্জনা,
মুক্ত হও দুঃখ, অভিমান, অভিযোগ, কষ্ট, বেদনা, ক্ষোভ, লোভ, লালসা, ঈর্ষা, হিংসা, অশুভ প্রতিযোগিতার মানসিকতা থেকে, তবেই হবে তুমি অজেয় বীর। সাফল্য করবে তোমার পদচুম্বন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





