তুমিই তোমার নিজের আয়না,
সেই আয়নার দিকে তাকিয়ে দেখো। বিচার করো নিজেকে,
কে তুমি, কি তোমার পরিচয়, কি তোমার দায়িত্ব, কার নির্দেশ তুমি পালন করো।
ন্যায়, অন্যায়, ভালো, খারাপ, দয়া, নির্দয়তা, ফেরেশতা, শয়তান সব সব একসাথে বসবাস করে তোমার নিজের মাঝে। কোনটাকে তুমি বাড়তে দেবে, ন্যায় বোধকে, নাকি অন্যায়কে?
তুমি তো মানুষ, স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে, দিয়েছেন বিবেক নামক বিচারক। দিয়েছেন বিচারের মানদন্ড। তুমি মানুষ, তুমি নিজেকে ভাঙ্গ, ভেঙ্গে ফেল একেবারে। দেখ কোথায় কতটুকু নামছো, অথবা উঠছো, তোমার হাতে মানবতা কি মরছে না বাচছে? এ বিচার তো তোমার নিজেকে করতে হবে, নিজেকেই। তুমি সব সময় অন্যের ভুলের দিকে আঙুল তুলোনা, শুধু তার সঠিক কাজটি দেখ, সম্মান করো, তাকে ভালবাস, সাহস যোগাও, যেন সে তার সঠিক কাজটি আরও ভালভাবে করতে পারে, মানবতার জয়গানটি সঠিক সুরে গাইতে পারে। তুমি শুধুই তোমার ভুলটি দেখ আর নিজেকে নিজে সংশোধন করো। তুমি শুধু তোমার অন্যায় কাজটি খুজে বের করো, আর নিজেকে নিজে বিচার করো, শাস্তি দাও নিজের অন্যায় কাজের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





