জীবন যুদ্ধে পরিশীলতার কবিতা এখন আর প্রয়োজন নেই আমাদের। দিনলিপি নিতান্তই যখন খিস্তি-খেউর, বেশ্যার দালালি, রাজনৈতিক চাটুকারিতা, আমলাপাড়ার বিশাল টেবিলে ঘুষসভা, অমুক ভবনে দুর্নীতির ভীড়, গোপন বৈঠক- চলছে শুধু চলছে। বুড়িগঙ্গার দূষিত পানি ঢাকার গলিতে ঢুকে গেছে কবেই! আমাদের সুযোগ নেই কোনো পরিশীলতার, প্রত্যুষ স্নানের। ঘরে ঘরে টাকার ভান্ড ভরছে কালোবাজারির কারসাজি, ফ্ল্যাটবাড়ির গোপন কক্ষে উঠছে সাউন্ডপ্রুফ দেয়াল, ধবধবে সুন্দরীরা খিলখিল হাসে সঙ্গমে-রতিতে, ওপাশের হাসি আর আসবে না কোনোদিন এপাশে। পাশেই বস্তিবাসী জন্মান্ধ-গরীব-বোবা-কালা হাঁটে রাতদিন, রাস্তায় যানজটে বাড়ে উন্নয়ন বাংলাদেশের, মুমূর্ষু রোগীর গাড়ি থামে শান্ত্রীদের হাতে- এসবের বিষয়-আশয় আপাতত স্থগিত থাক! চলো কাট-পেস্ট মারি, মুক্তচিন্তার বুদ্ধিজীবি, প্রগতির সাম্রাজ্যবাদী হই, বুদ্ধি বেচিয়া চলো কবি সবাই জীবিকা নির্বাহ করি, গাড়ি-বাড়ি হোক, বউ-সন্তানেরা থাকুক সুখে, থলথলে স্বাস্থ্যে- সান্ধ্যকালীন ঘরে ফিরে দেখি সবাই প্রশান্তি, মুচমুচে হাসি!।
07.10.2006

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


