বেড়ে ওঠে শিশু প্রতিদিন। মা দেখে, বাবা দেখে, দেখে পরিবারের সবাই। জন্মের পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধাপ অতিক্রম করে প্রতিটি শিশু। চারপাশ দেখা, ধাপে ধাপে বিভিন্ন রং-এ প্রতি আকৃষ্ট হওয়া , মুখের বোল ফোটা, কোনো কিছু হাত দিয়ে ধরা, বসতে শেখা, হামাগুড়ি দেয়া এবং তারপর দাঁড়ানো বা হাঁটা এগুলোই শিশুর বড়ো হবার লণ। বু থেকে আব্বু, মাম থেকে মা-আম্মু স্বরগুলো প্রথম শুনলে যে কতো মধুর লাগে মা-বাবা-স্বজনের কাছে- তা ভাষায় প্রকাশ করার মতো নয়! অনেকে শিশুর বিভিন্ন বয়সের বাড়ন্ত মুহূর্তগুলোর ছবি তুলে রাখে। আমিও চেষ্টা করেছি। আমার ছেলের কয়েকটি ছবি তাই আমার ফটোব্ল্ল্লগে রাখলাম। তবে মজার ব্যাপার হলো- এ সময়গুলোতে মা-বাবার মুখচ্ছবির কী পরিবর্তন হয় তাও তুলে রাখার মতো ব্যাপার। ভাবি, আহা এ আনন্দঘন মুহূর্তগুলো যদি সব তুলে রাখতে পারতাম! কতো না মজাই হতো এখন! বিভিন্ন সময়ে আমার ছেলের ক্যামেরায় ধরে রাখা কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। উপর থেকে নিচে-
প্রথম সারির বাম পাশ থেকে ডানে-
15 দিন, 5 মাস, 5 মাসের
দ্্বিতীয় সারির বাম পাশ থেকে ডানে-
7 মাস, 9 মাস, দেড় বছরের
তৃতীয় সারির ছবিগুলো-
দেড়বছর, দুই বছর, আড়াই বছরের।
08.10.2006
[গাঢ়]শিশুর বেড়ে ওঠার ছবি[/গাঢ়]
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৬ সকাল ১০:২০