শব্দপতি তোমার/শেখ জলিল
শব্দের সঙ্গমে তোমার শরীর দুলে দুলে ওঠে
তেজদীপ্ত ঘোড়ার গতিতে ছোটে কামার্ত সময়
তুমি তৃপ্ত-মুগ্ধ শব্দের-ছন্দের মোহ-কারুকাজে
শব্দপতি তোমার ঐ বাসরেই জাগি নিশিদিন।
কখনো সখনো অন্যমনস্কও হই অন্য রূপ-রসে
প্রকৃতির নিকট গচ্ছিত রাখি আমার কবিতাবলী
ঝর্নার ছলছল, নদীর কলকল, মেঘ ও পাহাড়
দুচোখের কার্নিশে উদ্দীপ্ত হয় সূর্যের ঝলক ।
তুমি সেই নারী যে প্রকৃতি বোঝে না কখনো
বোঝে শুধু কামের পৌরুষ, উত্তপ্ত শব্দের ছিপি
শব্দপতি বাড়ন্ত বয়সে দাঁড়ালেই শেষে কেন
তুমি পথভ্রষ্টা- খোঁজো বালক কবির বুলি।
১৮.১০.২০০৬
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৬ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



