পাহাড়ের কাছে চেয়েছি আশ্রয় আমি
থাকবো গহীনে তার সুনিবিড়।
পাহাড় বলেছে- বন্ধু, এ বুক আমার বড়োই শংকুল
পদে পদে চোরাকাঁটা, গিরিখাদ, শ্বাপদের ভয়
এমন আশ্রয় কই দেবো তোমাকেই?
যেখানে জীবন রয় শংকামুক্ত প্রতিদিন।
আকাশের কাছে চেয়েছি আশ্রয় আমি
থাকবো বিশালে তার সুমহান।
আকাশ বলেছে- বন্ধু, এ বুক আমার শূন্যতায় ভরা
ভাঁজে ভাঁজে ব্ল্যাকহোল, উল্কাপিন্ড, ঝরবার ভয়
এমন আশ্রয় কই দেবো তোমাকেই?
যেখানে চলায় রয় ঘূর্ণিমুক্ত প্রতিদিন ।
সাগরের কাছে চেয়েছি আশ্রয় আমি
থাকবো সুনীলে তার সুগভীর।
সাগর বলেছে- বন্ধু, এ বুক আমার ঢেউয়ে উত্তাল
বাঁকে বাঁকে ঝড়, হারিকেন, সুনামি, টর্নেডো ভয়
এমন আশ্রয় কই দেবো তোমাকেই?
যেখানে আবাস রয় ঝঞ্ঝামুক্ত প্রতিদিন।
অবশেষে মাকে ডেকেছি আশ্রয় চেয়ে
থাকবো আদরে তাঁর আজীবন।
মা-ই বলেছেন- আব্বু, এ বুক আমার তোমারি জন্যই
মনে-প্রাণে সুখ, আদর ও স্নেহ জমা হয়ে আছে
এমন আশ্রয় দেই শুধু তোমাকেই-
যদিবা স্বদেশ রয় মাতৃতূল্য প্রতিদিন।!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



