
আম আদমি কে লিয়ে
কয়েক যুগ আগে একখান কবিতা লিখেছিলি
'আম আদমি কে লিয়ে '।
কবিতাটি পাঠ হলো বহুবার
ছাপা হলো এখানে ওখানে
মাউথ স্পিকারে তুবড়ি ছোটালো
উঠতি আবৃত্তিকার।
প্রেমে পড়লো রম্ভা উর্বশী কিংবা একালের ঐশ্বরিয়ারা।
এরই মধ্যে কিছু সংখ্যক 'আম আদমি ', নিমেষেই আম থেকে বট হয়ে
ছড়িয়ে দিয়েছে সুবিশাল শাখা,
সেই ছত্রছায়ায় হাজার হাজার শূকর, কুকুর প্রমোদলীলায় রত হয় , পা চাটে !
কিন্তু দেখ , তুই আর আমি
'আম -ই ' রয়ে গেলাম
আর তারা, যাদের নিয়ে তুই লিখেছিলি!
ছবিঃ ইন্টারনেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


