
অনেকদিন পর গান শুনছি। সময় পাইনা। বৃষ্টির দিনে প্লে লিস্টে পছন্দের গান বাজতো। নিচের দশটা গান শুনতে কোনসময় খারাপ লাগতো না। আমার প্রিয় ১০ টা গান। সবারই নিজস্ব তালিকা থাকে। সবার সাথে মেলেও না।
গানের শিরোনামঃ বরষা
আটিষ্ট: শিরোনামহীন (ব্যান্ড)
প্রিয় অংশঃ
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় “তোমায় অনব ভালবাসি”
ইউটিউব লিঙ্ক
গানের শিরোনামঃ ভালবাসা মেঘ
আটিষ্ট: শিরোনামহীন (ব্যান্ড)
প্রিয় অংশঃ
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল
ইউটিউব লিঙ্ক
গানের শিরোনামঃ সে যে বসে আছে
আর্টিস্টঃ অর্নব/ ব্ল্যাক
প্রিয় অংশঃ
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ,
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন।
জন কবীর আর এলিটা (ব্ল্যাক)
গানের শিরোনামঃ একদিন বৃষ্টিতে বিকেলে
আটিষ্ট: অঞ্জন দত্ত
প্রিয় অংশঃ
ভাঙ্গা দেয়ালের গায়ে সাত পাকে বাঁধা কবে
কার নুন শো’তে কোথাও
আর বৃষ্টির ছাঁটে যাবে না দেখা দু’জনের চোখের জল
ঝমঝম…
ঝমঝম চোখের জল।
ইউটিউব লিঙ্ক
গানের শিরোনামঃ আমি বৃষ্টি দেখেছি
আটিষ্ট: অঞ্জন দত্ত
প্রিয় অংশঃ
কখন কিসের টানে মানুষ
পায় যে খুঁজে বাঁচার মানে ..
ঝাপসা চোখে দেখা এই শহর।
ইউটিউব লিঙ্ক
গানের শিরোনামঃ শহরে বৃষ্টি
আটিষ্ট: কবীর সুমন
প্রিয় অংশঃ
প্রতিবেশী মাঠে গেল বর্ষায় দেখেছি সবুজ
এই বর্ষায় সে মাঠে উঠছে বাড়ি-গম্বুজ
Promoter শোনে টাকার বদলে বর্ষার গান
রবীন্দ্রনাথ বৃথাই ভেজেন বৃথাই ভেজান!
ইউটিউব লিঙ্ক
গানের শিরোনামঃ এপিটাফ
আটিষ্ট: অর্থহীন (ব্যান্ড)
প্রিয় অংশঃ
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তুমি তো গেয়েছিলে সেই নতুন গানের সুর
আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল
তবে কেন আমি গেলাম চলে তোমায় ফেলে বহুদূর।
ইউটিউব লিঙ্ক
গানের শিরোনামঃ বৃষ্টি কবর ভেজায়
আটিষ্ট: ক্রান্তি /আনিলা
প্রিয় অংশঃ
সীমাহীন তোমার সাগরে
ডুবে চলেছি আজও
বৃষ্টি সেতো ভালবাসা
তোমার কবর ভেজায় বলে ।
ইউটিউব লিঙ্ক
গানের শিরোনামঃ বৃষ্টি
আটিষ্ট: রাগা/এলিটা
প্রিয় অংশঃ
বৃষ্টি ভেজা এ বেলায়
আমি তো স্বাধীন
রংধনু রঙের মেলায়
এলো নতুন দিন ।
ইউটিউব লিঙ্ক
গানের শিরোনামঃ শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
আটিষ্ট: ডিফারেন্ট টাচ (ব্যান্ড)
প্রিয় অংশঃ
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে
ইউটিউব লিঙ্ক
গানের শিরোনামঃ বৃষ্টিকাব্য
আর্টিস্টঃ শিরোনামহীন
প্রিয় অংশঃ
হৃদয়ের খুব কাছে জমে থাকা অভিমানে
নাগরিক বৃষ্টির এই গান?
অনেকযুগ অপেক্ষায় মেঘের ভেলায় ভেসে গেলো এই দিন…
নাগরিক উচ্ছ্বাসে কাশফুল নতজানু,
উড়ে চলে তৃষ্ণার্ত রঙহীন ফড়িং।
ইউটিউব লিঙ্ক
গানের শিরোনামঃ এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
আটিষ্ট: লিংকন ডি কস্তা (আর্টসেল)
প্রিয় অংশঃ
এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না ।
শিরোনামঃ আকাশ মেঘে ঢাকা
আর্টিস্টঃ সবুজ সুরময়ী চিত্রা সিং
প্রিয় অংশঃ
যেদিন পাশে ছিলে
সেদিন মনে পড়ে..
ইউটিউব লিঙ্ক
গানের শিরোনামঃ এসো বৃষ্টি নামাই
আর্টিস্টঃ হাবিব ওয়াহেদ
প্রিয় অংশঃ
রাত নির্ঘুম, বসে আছ তুমি
দক্ষিণের জানালা খুলে
যত নির্বাক অভিমান মনে
আজ সবটুকু নিলাম তুলে
ইউটিউব লিঙ্ক
গানের শিরোনামঃ মেঘলা মেঘলা এই দিনে
আর্টিস্টঃ মিকি মান্নান
প্রিয় অংশঃ
মেঘলা মেঘলা এই দিনে
তোমায় পড়েছে মনে।
সারাটি ক্ষণ বসে থাকি
কখন যে চুপিসারে আসবে, আমার পাশে।
ইউটিউব লিঙ্ক
এই পোষ্টটা আপডেট হবে । শিরোনাম পাল্টে দিলাম। আমার প্লে লিস্টে থাকা প্রিয় দশটা বৃষ্টির গান .. শিরোনামটা বদলে দিলাম।
ছবি: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




