
কোন সম্পর্ক বিচ্ছেদ বা প্রিয়জন থেকে প্রাপ্ত আঘাতের যে ক্ষত তা সারাজীবন বয়ে বেড়ানোর সত্যি কি কোন মানে আছে? তারচেয়ে বরং সেই সাময়িক আঘাতের পরবর্তী পরিস্থিতি থেকে কিভাবে দ্রুত উঠে আসা সম্ভব
সেই উপায় বের করাটাই বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
ক্ষত-বিক্ষত অতীতকে আঁকড়ে ধরে না থেকে আগামী দিনের জন্য নিজেকে তৈরী করাটাই বরং জরুরী।শত প্রতিকূলতার মাঝেও নিজেকে নিজে নতুন করে খুঁজে নিতে হবে,নিজেকে জানতে হবে,বুঝতে হবে, নিজের ভুল গুলোকে মেনে নিয়ে সেগুলো শুধরাতে হবে প্রথমে!
এরপর নিজের দিকে তাকাও!
একবার নয়,দু'বার নয়,হাজারবার তাকাও!
সেই পুরোনো তুমির মাঝেই নিজেকে নতুন করে আবিষ্কার করতে শেখো, নিজেকে ভালবাসতে শেখো কিন্তু স্বার্থপর হতে যেওনা,অন্যের তাচ্ছিল্যকে পাত্তা না দিয়ে তোমার আত্নসম্মানবোধকে জাগ্রত করো এবং কারো মত নয় বরং নিজের মত করেই নিজেকে আবার বাচঁতে শেখাও!
কেননা জীবন তো একটাই! এর মূল্য কি কারো উপহাস, অবহেলা বা প্রতারণার থেকে খুব বেশি হতে পারে ?এর উত্তর যে মুহুর্তে তুমি নিজেকে দিতে পারবে,ঠিক তখন থেকেই তোমার জীবনের প্রতিটি সেকেন্ডের মুল্যকে তুমি উপলব্ধি করতে পারবে!
তাছাড়া,যে নিজেকেই নিজে ভালবাসতে জানেনা, সে অপরকে কিভাবে ভালবাসবে? এটা কি আদৌ সম্ভব?
তাই কারো জন্য নয়,শুধু নিজের জন্য হলেও নিজেকে
ভালবাসতে শেখো,নিজেকে বাঁচাতে শেখো !তবেই তুমি অন্যের মাঝে তোমার ভালবাসা ছড়াতে পারবে।☺☺
কোন সম্পর্ক বিচ্ছেদ বা প্রিয়জন থেকে প্রাপ্ত আঘাতের যে ক্ষত তা সারাজীবন বয়ে বেড়ানোর সত্যি কি কোন মানে আছে? তারচেয়ে বরং সেই সাময়িক আঘাতের পরবর্তী পরিস্থিতি থেকে কিভাবে দ্রুত উঠে আসা সম্ভব
সেই উপায় বের করাটাই বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
ক্ষত-বিক্ষত অতীতকে আঁকড়ে ধরে না থেকে আগামী দিনের জন্য নিজেকে তৈরী করাটাই বরং জরুরী।শত প্রতিকূলতার মাঝেও নিজেকে নিজে নতুন করে খুঁজে নিতে হবে,নিজেকে জানতে হবে,বুঝতে হবে, নিজের ভুল গুলোকে মেনে নিয়ে সেগুলো শুধরাতে হবে প্রথমে!
এরপর নিজের দিকে তাকাও!
একবার নয়,দু'বার নয়,হাজারবার তাকাও!
সেই পুরোনো তুমির মাঝেই নিজেকে নতুন করে আবিষ্কার করতে শেখো, নিজেকে ভালবাসতে শেখো কিন্তু স্বার্থপর হতে যেওনা,অন্যের তাচ্ছিল্যকে পাত্তা না দিয়ে তোমার আত্নসম্মানবোধকে জাগ্রত করো এবং কারো মত নয় বরং নিজের মত করেই নিজেকে আবার বাচঁতে শেখাও!
কেননা জীবন তো একটাই! এর মূল্য কি কারো উপহাস, অবহেলা বা প্রতারণার থেকে খুব বেশি হতে পারে ?এর উত্তর যে মুহুর্তে তুমি নিজেকে দিতে পারবে,ঠিক তখন থেকেই তোমার জীবনের প্রতিটি সেকেন্ডের মুল্যকে তুমি উপলব্ধি করতে পারবে!
তাছাড়া,যে নিজেকেই নিজে ভালবাসতে জানেনা, সে অপরকে কিভাবে ভালবাসবে? এটা কি আদৌ সম্ভব?
তাই কারো জন্য নয়,শুধু নিজের জন্য হলেও নিজেকে
ভালবাসতে শেখো,নিজেকে বাঁচাতে শেখো !তবেই তুমি অন্যের মাঝে তোমার ভালবাসা ছড়াতে পারবে।☺☺
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





