সেকুলার বাংলাদেশ ও ধর্মভিত্তিক বাংলাদেশ - আমাদের রাজনীতিতে এই দুটি আদর্শিক বিভাজনই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী।সামনের নির্বাচনে ও এ বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোটের রাজনীতি বা রাজনীতিবিদদের রাজনীতি এর কোনটিই আমার আলোচ্য বিষয় নয়।আমি আলোচনা করব বাংলাদেশ নিয়ে।
উভয় পন্থীরাই বাংলাদেশ চায়। কেউ সেকুলার, কেউ ধর্মভিত্তিক।বাংলাদেশ চায়না কিংবা বাংলাদেশের ক্ষতি চায় এমন কেউ নেই ; অন্তত, কেউ এমন দাবী করেনা। কিন্তু আমাদের বোধহয় কিছুটা বোধবুদ্ধি আছে । আমরা আপাতবিরোধী এ দু'শিবিরের কার্যকলাপ বিচার বিশ্লেষন করে বলে দিতে পারি তারা প্রকৃত অর্থেই তাদের দাবীর ব্যাপারে সৎ নাকি অসৎ।
বাংলাদেশ সেকুলার হলে ভাল নাকি ধর্মভিত্তিক হলে ভাল সে বিতর্কে আমি যাবনা। কারণ আমরা চাই সমৃদ্ধ বাংলাদেশ সেটা সেকুলার হোক বা ধর্মভিত্তিক হোক।কারণ আদর্শ আমাদের পেটে ভাত দিবেনা। পেটে ভাত এলে পরে চিন্তা করা যাবে পরবর্তীতে আমার চাহিদা কি ?
নির্বাচন সামনে রেখে উভয় পক্ষই কম বেশী ওয়াদা করবে। নির্বাচন শেষ হলে উভয় পক্ষই কমবেশী ওয়াদা ভঙ্গ করবে। কিন্তু আমরা চাই কোন পক্ষই দেশের অগ্রগতিতে বাধা দেবেনা। যে কোন আদর্শই হয়তো সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশকে বিজয়ী করা। আদর্শকে নয়। কারণ আমাদের কাছে যদি দেশের চেয়ে আদর্শ বড় হয় তাহলে আদর্শের দোহাই দিয়ে দেশের বারটা বাজাতে আমরা কুন্ঠিত হবনা।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





