আমার গ্রামের বাড়ীর কাছেই রেললাইন। আগে প্রায়ই সেই রেললাইনে বসে বন্ধুরা মিলে আড্ডা দিতাম।। খুব মিস করি সেই দিন গুলো।
এখন যখন মাঝে মাঝে গ্রামের বাড়ি যায় হঠাৎ হঠাৎ রেল লাইনে বসি... লাইন ধরে হাঁটি। খুব ভালো লাগে...।
একদিন এক পড়ন্ত বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম।। হঠাৎ এই "গোধূলি"র দৃশ্যটা দেখে ভালো লাগলো। মনে হল আমাদের এই দেশটা তো আসলেই অনেক সুন্দর!
[বিঃ দ্রঃ আমি যেহেতু কোন ফটোগ্রাফার না, তাই আমার কাছে ক্যামেরা থাকার প্রশ্নই ওঠে না!!
লাইট, ফোকাস ইত্যাদি ব্যাপার গুলো খুব একটা বুঝি না... তাই এই গুরুত্বপূর্ণ ব্যাপার গুলো ঠিক আছে কিনা জানি না... যদি ঠিক না থাকে দুঃখিত!]
গোধূলি Facebook
↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕↕
গোধূলি flickr
♥

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


