সেই সোনালী প্রান্তরে।
যেখানে ফেলে এসেছি,
আমি আমার হারানো সৃত্মি গুলোকে ॥
আজও কেন সৃত্মি গুলো,
আকড়ে আছে আমার এই অন্তরে?
যত দূরে হারাতে চাই,
তবুও যেন পিছু ছাড়ছে না আমাকে ॥
আজ অনেকটা প্রহর পেরিয়ে,
বসে আছি একা নির্জনে।
দেখি আকাশে তারাদের মেলা,
ঝিলমিল করছে চাঁদকে সাথে নিয়ে ॥
নিস্চুপ চারিদিক,
নেই কোলাহলে মুখরিত শহর।
তবুও যেন আষ্টে-প্রিষ্টে জড়িয়ে আছে আমায়,
অন্ধকারের এই কালো প্রহর ॥
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




