দেশের বর্তমান পরিস্থিতি লইয়া আমার মহামূল্যবান(!) উপলব্ধিঃ
"আমি বেকুব আওয়ামিলীগের উদ্দেশ্যও বুঝি না আবার জামাতেরটাও ধরতে পারিনা! লীগ আর শাহবাগী সুশীলদের প্রতি আমার প্রশ্নটা হল,অর্ধ শতাব্দী আগের পাস্ট হয়ে যাওয়া একটা জিনিস নিয়ে এতটা বাড়াবাড়ি করতে হবে কেন? দেশের পক্ষে এর ফায়দাটা কোথায় রে ভাই? আচ্ছা তারপরও যদি ফাঁসি দিতে হয় শক্ত হাতে খুব তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দ্যাশ আর জনগণরে উদ্ধার কররে বাপ,রাজাকারগুলা তো মুঠার মধ্যেই আছে,সমস্যাটা কোথায়? এতো আন্দোলন আর হাউকাউয়ের দরকারটা কি?
"আর জামাতিগোরে কই, তোরা বাপ মডার্ন ইসলামিক পাবলিক,ঐসব পুরানা বুড়া ধামড়া এক্সপায়ার্ড মালগুলার জন্য এতো অশান্তি করার দরকারটা কিরে বাপ? এদের জন্য নিজেদের জীবনের পাশাপাশি সারা দেশের মানুষকে নাভিশ্বাসে ফালানোর যৌক্তিকতাট কোথায়? এখন যে তোদের অস্তিত্ত্ব নিয়া টানাটানি পৈড়া গেছে তা ঐ বুইড়াগুলার জন্য,তাও বুঝিসনা?"
কারে কী কৈরে ভাই,কার গোয়ালে কে দেয় ধুঁয়ো! এইসব অরণ্য রোদন শোনার টাইম আছে কারো?" কিন্তু মাইনকা চিপায় তো পড়ছি আমরা এই আম পাবলিক ই, তাই আপনারাও আপনাদের অতি মূল্যহীন মতামত ব্যক্ত করিয়া দেশ উদ্ধারে অংশ নিতে পারেন...........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


