মূল্যঃ এক নদী রক্ত মাত্র!
“মোদের গরব মোদের আশা, আম’রি বাংলা ভাষা”
স্লোগান চলছে। আসছে মিছিল।
মিছিলে হাজার জনতা। কোন বাধা মানেনা।
হাতে প্ল্যাকার্ড, ব্যানার।
‘অ আ ক খ’
"তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা।”
আসছে এক আগুনের হলকা।
ঠা-ঠা-ঠা...। গুলি। চলতে থাকে ।অবিরাম।
হা,হা,হা...অট্টহাসি। “বাঙ্গালা চাহিয়ে, না...?”
আর্তচিৎকার। পতিত ব্যানার, প্ল্যাকার্ড।
ছোপ ছোপ রক্ত। মাখা বুটের ছাপ।
রক্তের ধারায় গতি লাভ করে। বইতে বইতে হয়ে যায়
একটি সরু নালা।
তারপর...... নদী...... বাংলাদেশ।
বড় চড়া মূল্যে কেনা এ দেশ।
বড় বেশী ত্যাগে প্রাপ্ত স্বাধীনতা।
খুব কি বেশী? মাত্রতো এক নদী রক্ত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




