
ডাবল স্ট্যান্ড করার পর সম্ভবত:
তুমিও ট্রিপল স্ট্যান্ডের সুযোগকে হাত ছাড়া করবে না,
যদি মাকড়সার জালে আটকে না যায় ইঁদুর কপাল
তুমি ব্রেইন খাটাবে, পরিশ্রম করবে, কঠোর পরিশ্রম...
সারা দেশ যখন শীতের কাঁথা মুড়ি দিয়ে জবুথবু
তখন কুপি জ্বেলে সব কুয়াশাকে দূর করবে তুমি,
তারপর শেয়ালের লেজে একটা মুরগি বেঁধে দিয়ে
বলবে - যা, এবার দৌড় লাগা...
তোমার ট্রিপল স্ট্যান্ড হয়ে যাবে একেবারে রেকর্ড ছাড়া,
জ্যোৎস্না রাতে চাঁদের গায়ে যেমন চাঁদ লাগা
বিনিময়ে শুধু একটু ভোজের আয়োজন করবে,
কঠোর পরিশ্রমের পর একটুখানি রিফ্রেস ।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



