ডাক্তার বলেছিল - এক মাস থেকে এক বছর,
খুব কঠিন বার্তা
মৃত্যুর জন্য সময় বেঁধে দেওয়া ।
দু'চোখে তখন শুধুই ছেলেবেলা, কৈশোর, যৌবন, উন্মাদনা, সুর, সংগীত
এবং অবশেষে জীবন; নদীর মতো বয়ে চলা...
কিন্তু মোহনা কোথায় ?
না, চিনতে অসুবিধা হয়নি; কারণ
ডাক্তার তো বলেই দিয়েছে, ঐটা তোমার শীতল ছায়া ।
আসলে মাথার উপর মৃত্যুর পরোয়ানা নিয়ে বেশিদিন বাঁচা যায় না ।
খুব ছোট বেলায় একবার সবাইকে বলেছিলাম -
আমার প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর
যদিও তখন সংগীতের কিছুই বুঝতাম না,
কিন্তু আজ বুঝছি, শুধু আমার একার না
উনি মারা যাবার পর অনেকেরই প্রিয় শিল্পী
এন্ড্রু কিশোর ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫০