এবারের কোরবানীর ঈদে গরু-ছাগলের কাঁচা চামড়া অনেকটা পানির দামে বিক্রি হয়েছে - কথাটা বললেই কেউ কেউ হয়ত চামড়ার তৈরী বিশ্ব বিখ্যাত সব ব্র্যান্ডের ব্যাগ, জুতো, স্যান্ডেল, কোমরের বেল্ট, মানিব্যাগ ইত্যাদি নিয়ে হাজির হয়ে বলবে -
জানেন, এইসব প্রডাক্টের এক একটার দাম কত ?
আরে ভাই, এই দাম দিয়া আমরা করব কি ? আমাদের দরকার কোরবানীর ঈদে গরু-ছাগলের কাঁচা চামড়ার মিনিমাম একটা মূল্য; যাতে করে ঐ টাকাটা গরীব-মিসকিনদের মধ্যে বা এতিম খানায় দান করা যায় এবং এতে করে তারা আর্থিক ভাবে কিছুটা উপকৃত হয় ।
কোরবানীর ঈদে বাংলাদেশের মত এত পশু আর কোন দেশে জবেহ হয় কি না, আমার জানা নেই । অথচ বছরের পর বছর দেখে আসছি, কোরবানীর ঈদ এলেই এই চামড়া নিয়ে শুরু হয় যত চামড়ামি ।
কিন্তু এবার বিগত বছরের সব রেকর্ড ভেংগে দিয়ে একটা গরুর চামড়া সাইজ ভেদে বিক্রি হয়েছে ১০০ টাকা থেকে ৫০০ টাকা এবং একটা ছাগলের চামড়া বিক্রি হয়েছে ২ টাকা থেকে ১০ টাকার মধ্যে ।
আর ভেড়ার চামড়া ফাও ।
এমন অবস্থায় কোথাও কোথাও নাকি চামড়া কেনার কোন ব্যাপারীই ছিল না । এর মধ্যে রাজশাহীর কিছু মৌসুমী ব্যবসায়ী ছাগলের চামড়া কিনে ব্যাপারীর কাছে বিক্রি করতে না পেরে শেষ পর্যন্ত পদ্মা নদীতে ফেলে দিয়েছে । মানে এই দুঃসময়ে তাদের পুঁজিও গেছে ।
এরপর থেকে গায়ের চামড়া কেটে পায়ের পাদুকা বানিয়ে দিলেও হয়ত এসব মৌসুমী ব্যবসায়ী ভবিষ্যতে আর চামড়া কিনবে না । কারণ, ন্যাড়া বেলতলায় একবারই যায় ।
তাই বলে কোরবানীর ঈদ এলে চামড়া নিয়ে এই চামড়ামি থেমে থাকবে না ।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২০ রাত ৮:০০