আবারও টিফা চুক্তি। এবার শুধু আলোচনায় নয় বেশ একটা অ্যাকশনধর্মী ভঙ্গিতেই বলা যেতে পারে। এ বছরের ফেব্রুয়ারির প্রথম দিক পর্যন্ত মার্কিন-বাংলাদেশ টিফা চুক্তি কিছুদিন ছিল ঢাক গুড়্ গুড়্ পর্যায়ে।
প্রায় সাড়ে ৭ মাস পর স্বাক্ষর হবার দ্রুত সম্ভাবনাতে চলে এসেছে আবার এই টিফা চুক্তি। গত পড়শু (২০ অক্টোবর ২০০৯) দৈনিক ইত্তেফাকের রিপোর্টে সফররত যুক্তরাস্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারি বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে ডিলেনীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশের সাথে টিফা চুক্তি খুব দ্রত স্বাক্ষর সম্ভব হবে।
http://www.ittefaq.com/content/2009/10/20/
অথচ এই টিফা চুক্তির ব্যাপারে বাংলাদেশ সরকারের বা সরকারি গণমাধ্যম (যেমন-বিটিভি) এর মাধ্যমে নূন্যতম গণ-সচেতনতা লক্ষ্য করা যাচ্ছেনা। পররাষ্ট্র বা বাণিজ্য মন্ত্রণালয় বা সচিবালয় কোনপক্ষেরই প্রকাশিত বক্তব্যও নেই। কী, হচ্ছে কী এসব?
প্রা য় রি-পোস্টটই দিয়ে দিলাম। প্লিজ্ নিচের লিংকে ক্লিক্ করুন।
Click This Link
টিপাইমুখী বাঁধ চুক্তি, বঙ্গোপসাগরে গ্যাসব্লক নিয়ে মিয়ানমার-ভারত-বাংলাদেশ দ্বন্দ্ব, সমুদ্রসীমান্তের বহুমাত্রিক উত্তেজনা এত এত দ্বান্দ্বিক বিষয়গুলোর চাফে অথবা এনসিটিবির বইয়ের গুদামে আগুন--- এর চাপেও মার্কিন টিফা বা ভারত ট্রানজিট ইস্যুগুলো কি কেবল আরোপ/প্রয়োগ'র পথ খুঁজে বেড়াচ্ছে?
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




